১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে : রফিকুল ইসলাম খান

জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘কত দিনের মধ্যে সংস্কার এবং নির্বাচন দিবেন সেটা জাতির সামনে পরিস্কার করতে হবে। সেইসাথে গণহত্যা, লুটপাট, জুলুম-নির্যাতনের সাথে জড়িত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’

সোমবার শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতের সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘গণহত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তার নির্দেশে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। যারা এখনো উঁকি ঝুঁকি মারছে তাদের জেনে রাখা উচিৎ আওয়ামী লীগ আর কখনো দেশের রাজনীতিতে আসতে পারবে না। দেশের মানুষ গণহত্যাকারীদের আর কখনোই রাজনীতিতে প্রবেশ করতে দিবে না।’

তিনি বলেন, ‘ফ্যাসিষ্ট সরকার জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম করেছে। কিন্তু একজন কর্মীও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা ও তার দোসররা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি একটি সুন্দর, সুখী-সমৃদ্ধশালী, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজমুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর রোকনদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার পুনঃনির্বাচিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

এ সময় অন্যদের মধ্যে শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
‘কূটনৈতিক সমাধানে পৌঁছাতে’ জাতিসঙ্ঘ পরমাণু প্রধান ইরানে অনুশোচনা নেই আওয়ামী লীগে, যে অপেক্ষায় তারা রাতে মাঠে নামছে চিরচেনা ব্রাজিল, ভোরে বিশ্বজয়ী আর্জেন্টিনা কাঁঠালিয়ায় মোটরসাইকেলচাপায় গৃহবধূ নিহত, আহত ২ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি : মাহমুদুর রহমান সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে সোপর্দ করল জনতা বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার কেউ যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে : আসিফ নজরুল প্রশাসক নিয়োগ করে পোশাক কারখানায় সমস্যা সমাধান সম্ভব? খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন

সকল