উই ট্রাস্টের বিরুদ্ধে নারী উদ্যোক্তাদের অভিযোগ
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফেসবুক গ্রুপভিত্তিক ই-কমার্স ও এফ-কমার্স নারীদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কয়েকজন নারী উদ্যোক্তা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।
ভুক্তভোগী নারী উদ্যোক্তারা জানান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সহযোগিতায় উইয়ের সভাপতি নাসিমা আক্তার সাধারণ নারী উদ্যোক্তাদের মানসিক ও আর্থিক হয়রানি করেছেন। বিভিন্ন সরকারি প্রশিক্ষণের নামে নিবন্ধন বাবদ চাঁদা আদায় করা হয়। উদ্যোগবিষয়ক ‘মাস্টারক্লাস’ করানোর নামেও টাকা নেয়া হয়। সরকারি অনুদানের কথা বলা হলেও ক্লাস করার জন্য ফি ও গ্রুপে থাকার জন্য তিন হাজার টাকা করে গ্রাহক ফি নেয়া হয়েছে নারী উদ্যোক্তাদের কাছ থেকে। আইসিটি বিভাগের ব্যানারে এ আয়োজনে উদ্যোক্তাদের কাছ থেকে স্টলভাড়া বাবদ বিভিন্ন ফি সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্যও চাপ প্রয়োগ করা হতো। বিদেশে উদ্যোক্তা প্রতিনিধি পাঠানোর নাম করে অতিরিক্ত অর্থ আদায় করা হতো।
৫০ হাজার টাকা করে উই প্রস্তাবিত তালিকা অনুযায়ী কয়েক শ’ নারী উদ্যোক্তাকে সরকারি অনুদান দেয়া হয়েছে। এটা ছিল নারী উদ্যোক্তাদের ব্যবসায় উন্নয়ন, প্রশিক্ষণ, পণ্য ও সেবার মান উন্নয়নের জন্য। ৫০ হাজার টাকা থেকে নিবন্ধন ফি, ওয়েবসাইট তৈরি ও কাশের জন্য এই অনুদান থেকে ১৩ হাজার টাকা কেটে রাখাত উই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা