দেশের বাজারে অনার এক্স৬বি
- ২৯ আগস্ট ২০২৪, ০০:০৫
দেশের বাজারে স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার এর নতুন স্মার্টফোন ‘অনার এক্স৬বি’। নতুন ফোনটি আছে পাঁচ হাজার ২০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যাকআপ আর এটি ৩৫ ওয়াট চার্জিং সাপোর্টসহ টার্বো চার্জিং মোড রয়েছে। ১২ জিবি (৬ জিবি ডেডিকেটেড+৬ জিবি টার্বো) পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। অনার এক্স৬বি স্মার্টফোনটি এইচডি+রেজলিউশনসহ একটি ৬.৫৬ ইঞ্চি টিএফটি এলসিডি এবং ৯০ হার্জ রিফ্রেশরেট রয়েছে। ডায়ানামিক ডিসপ্লেতে ৭৮০ নিটস হাই ব্রাইটনেস/ম্যাজিক ক্যাপসুল রয়েছে। ম্যাজিক ওএস ৮.০ সমৃদ্ধ এই ফোনটিতে আরো আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং এআই প্রযুক্তিসহ আরো ইনোভেটিভ ফিচার। এই স্মার্টফোনটির পেছনে এআই আল্টা ক্লিয়ার ৫০ এমপি প্রাইমারি ক্যামেরাসহ ডেপথ সেন্সর এবং সামনে ৫ এমপি ক্যামেরা রয়েছে। ফরেস্ট গ্রিন ও মিডনাইট রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা