সেপ্টেম্বর আসছে আইফোন সিক্সটিন
- ২৬ আগস্ট ২০২৪, ০০:০৫
অ্যাপল তাদের পরবর্তী আইফোনটি কবে উন্মোচন করতে যাচ্ছে, তা নিয়ে আলোচনা চলছে বেশ অনেক দিন ধরেই। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছেন, কোম্পানিটি আগামী ১০ সেপ্টেম্বর আইফোন সিক্সটিন উন্মোচনের ঘোষণা করতে পারে। এ ইভেন্টে অ্যাপল এয়ারপডস ও অ্যাপল ওয়াচের নতুন মডেলও প্রবর্তন করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অ্যাপল যদিও এখনো ইভেন্টের কোনো ইনভিটেশন পাঠায়নি, তবু গুরম্যান বলছেন, ১০ সেপ্টেম্বর সিক্সটিন সিরিজের আইফোন উন্মোচনের তারিখ হতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ অ্যাপল কয়েক বছর ধরে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন আইফোন মডেলগুলো উন্মোচন করে আসছে। গুরম্যানের মতে, অ্যাপলের এ ঐতিহ্য বদলানোর সম্ভাবনা খুবই কম। নতুন আইফোন, এয়ারপড ও অ্যাপল ওয়াচ ২০ সেপ্টেম্বর থেকে স্টোরগুলোয় পাওয়া যাবে ও বিক্রি শুরু হবে।
আইফোন ১৬ মডেলের পাশাপাশি ইভেন্টে অ্যাপল ওয়াচ সিরিজ টেন, ওয়াচ আল্ট্রা থ্রি ও ওয়াচ এসই থ্রি উন্মোচন করতে পারে। এছাড়া এয়ারপডস ফোর নামে পরিচিত চতুর্থ প্রজন্মের এয়ারপডস উন্মোচনের আশা করা করছেন গুরম্যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা