১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

চালকবিহীন রাইড আনছে উবার

-

আগামী বছর থেকেই ব্যবহারকারীদের জন্য চালকবিহীন রাইড আনার পরিকল্পনা করছে আমেরিকান অনলাইনভিত্তিক পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবার। এ জন্য চলতি সপ্তাহে আমেরিকান স্বচালিত গাড়ি উৎপাদক কোম্পানি ‘জেনারেল মোটর্স (জিএম)’ ও দেশটির আরেক স্বচালিত গাড়ি কোম্পানি ‘ক্রুজ’-এর সাথে দীর্ঘমেয়াদি এক অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে চালকবিহীন রাইড আনার প্রস্তুতি নিচ্ছে উবার। আগামী বছর ‘যত তাড়াতাড়ি সম্ভব’ অ্যাপের প্ল্যাটফর্ম ব্যবহার করে চালকবিহীন বিভিন্ন রাইডশেয়ারকে রাস্তায় আনতে উবারের সাথে কাজ করবে ‘জিএম’-এর মালিকানাধীন কোম্পানি ‘ক্রুজ’, যেখানে এসব কোম্পানি ‘শেভি বোল্টভিত্তিক’ স্বচালিত গাড়ি ব্যবহার করবে। এ সুবিধা একবার চালু হয়ে গেলে উবার রাইডারদের অ্যাপে একটি অপশন থাকবে, যার মাধ্যমে নিজেদের পছন্দের ক্রুজ গাড়ি বেছে নিতে পারবেন রাইডাররা।
ক্রুজের প্রধান নির্বাহী মার্ক হুইটেন বলেন, ‘নিরাপদ রাস্তা তৈরি করতে ও শহুরে জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে নিয়েছে ক্রুজ। আরো বেশি মানুষের কাছে নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বচালিত ড্রাইভিং সুবিধা পৌঁছে দিতে ও শহুরে গতিশীলতার একটি নতুন যুগের সূচনা করতে উবারের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত।’ এর আগেও নিজেদের প্ল্যাটফর্মে স্বচালিত গাড়ি উন্মোচনের চেষ্টা করেছে উবার।
তবে ২০১৮ সালে গাড়ির ধাক্কায় এক নারী নিহত হওয়ার পর নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় কোম্পানিটি। সে সময় অ্যারিজোনায় সাইকেল চালানোর সময় গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন ওই নারী। বর্তমানে স্যান ফ্রান্সিসকো, ফিনিক্স ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরে এক লাখ পেইড রাইড চালু করছে ক্রুজের প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘ওয়েইমো’। টেক্সাস শহরের অস্টিনেও নিজেদের এই রাইডের পরিসর বাড়ানোর কথা ভাবছে কোম্পানিটি।


আরো সংবাদ



premium cement
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সকল