আসছে এয়ারপডসের দু’টি নতুন সংস্করণ
- ২২ আগস্ট ২০২৪, ০০:০৫
এয়ারপডসের দু’টি নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। এ বছরের শেষ নাগাদ এ নতুন সংস্করণ দু’টি উন্মোচিত হতে পারে, যা শুধু এয়ারপড ৩-ই নয় বরং এয়ারপড ২-এরও জায়গা নেবে। অ্যাপল প্রথম এ শ্রেণীর ইয়ারফোন বিক্রি শুরু করেছিল ২০১৯ সালে। এর পর পাঁচ বছর কেটে গেলেও এগুলো এন্ট্রি লেভেল মডেল হিসেবে দামে সাশ্রয়ী। এবার নতুন ‘এয়ারপডস-৪’ বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল, যেটির সাশ্রয়ী ও দামি উভয় সংস্করণই থাকবে। এগুলোর দাম এয়ারপডস প্রো-২ মডেলের মতোই থাকবে, যা অ্যাপলের ইয়ারবাড শ্রেণীর মধ্যে সবচেয়ে দামি। এর সবচেয়ে সাম্প্রতিক আপডেট এসেছিল গত বছরের সেপ্টেম্বরে, যেখানে চার্জ দিতে লাইটনিং পোর্ট নয়; বরং ইউএসবি-সি পোর্ট বসানো হয়েছে। এর কারণ ছিল, একই সময় ঘোষিত আইফোন মডেলের সাথে মিল রাখা।
এয়ারপডস-৩ বাজারে পাওয়া যাচ্ছে ২০২১ সাল থেকে, যার নকশা অনেকটা এয়ারপডস প্রোর মতো। আর এতে স্পেশাল অডিওর মতো বেশ কিছু হাইঅ্যান্ড ফিচার থাকলেও ‘নয়েজ ক্যান্সেলেশন’-এর সুযোগ মিলবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা