অনাকাক্সিক্ষত বার্তা ঠেকাবে হোয়াটসঅ্যাপ
- ২১ আগস্ট ২০২৪, ০০:০৫
আমরা প্রতিনিয়তই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে হোয়াটসঅ্যাপে অনেক ব্যক্তির সাথে বার্তা আদান-প্রদান করছি। কখনো আবার বিভিন্ন প্রয়োজনে অপরিচিত ব্যক্তিদের কেউ কেউ নিয়মিত অনাকাক্সিক্ষত বার্তা পাঠান, যা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। বর্তমানে অনাকাক্সিক্ষত বার্তা পাঠানো ফোন নম্বর ব্লক করে এ সমস্যার সমাধান করা গেলেও প্রতিটি ফোন নম্বর আলাদাভাবে ব্লক করতে হয়। এ সমস্যা সমাধানে এবার অনাকাক্সিক্ষত বার্তা পাঠানো সব ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ নিরাপত্তা সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত বার্তা পাঠান হোয়াটসঅ্যাপে। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম বার্তার কারণে প্রতারণার শিকারও হন অনেকে। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে স্প্যাম বা ভুয়া বার্তা ঠেকানো আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। অপরিচিত অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সংখ্যার বেশি বার্তা এলেই সেই ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার নতুন সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১৭.২৪ বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপের পরবর্তী হালনাগাদে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা