আইফোনে ফোর্টনাইট গেম
- ২১ আগস্ট ২০২৪, ০০:০৫
চার বছর অপেক্ষার পর ইইউ অঞ্চলের আইফোনে ফিরছে জনপ্রিয় মাল্টিপ্লেয়ার শুটার গেম ফোর্টনাইট। ইইউ’র বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার বিষয়টি জানিয়েছে গেমের নির্মাতা কোম্পানি এপিক গেমস। এর আগে ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল ফোর্টনাইট গেমটি। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্টুডিও এপিক-এর তৈরি। পাশাপাশি বিশ্বের বৃহত্তম গেম স্টুডিও চীনের টেনসেন্ট-এর সমর্থনও আছে এতে। প্রকাশের পরপরই, গেমের ‘লাস্ট ম্যান স্ট্যান্ডিং’ ও ‘ব্যাটল রয়্যাল’ ফরম্যাটগুলো জনপ্রিয় হয়ে ওঠে এবং লাখ লাখ গেম খেলোয়াড়কে আকৃষ্ট করে।
অ্যাপস্টোরগুলোয় কোনো অ্যাপ বা গেম নির্মাতার যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অ্যাপল ও গুগল কমিশন কেটে রাখে। এপিক সে কমিশন এড়ানোর লক্ষ্যে অ্যাপস্টোরের বাইরে ইনঅ্যাপ কেনাকাটার সুবিধা তৈরি করেছিল। এরই ফলে, ২০২০ সালের আগস্টে অ্যাপস্টোরের নীতিমালা লঙ্ঘনের দায়ে অ্যাপল ও গুগল তাদের অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট সরিয়ে ফেলে। অ্যাপস্টোরে নিষেধাজ্ঞা আরোপের সময়, শুধু অ্যাপলের প্ল্যাটফর্মেই এপিকের ১১ কোটি ৬০ লাখ ব্যবহারকারী ছিল। ইইউ’র ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইনের ফলে ইউরোপে নিজেদের গেম স্টোর চালুর অনুমতি পাচ্ছে এপিক। তবে, অ্যাপল এখনো ইউরোপের বাইরের ব্যবহারকারীদের ফোর্টনাইট ও এর গেমস্টোর ব্যবহারে বাধা দিচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা