০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

৩ ক্যাটেগরিতে আইএসও সনদ পেল সেলেক্সট্রা

-

সম্প্রতি একসঙ্গে তিনটি আইএসও সনদ পেয়েছে সেলেক্সট্রা লিমিটেড। বিশ্বব্যাপী সমাদৃত আন্তর্জাতিক মানদণ্ডের পর্যবেক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বিভিন্ন পর্যায়ে পরিদর্শন ও নিরীক্ষণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেডকে মানসম্মত ব্যবস্থাপনা, পরিবেশবান্ধবতা, মানবসম্পদ স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা; এই তিন বিভাগে আইএসও সনদ প্রদান করে। সেলেক্সট্রা লিমিটেড এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্ববাজারে মোবাইল ও আইওটি পণ্য উৎপাদন ও রফতানিতে সক্ষম।
সনদপ্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, এই আইএসও সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের দ্বার উন্মোচন করে দিলো। এই অর্জন সম্ভব হয়েছে সেলেক্সট্রার সব সংশ্লিষ্ট সদস্যের নিরলস পরিশ্রম এবং দলগত সহযোগিতার মাধ্যমে। অত্যাধুনিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের পণ্য তৈরি নিশ্চিতকরণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেড অর্জন করেছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম : আইএসও-৯০০১:২০১৫ সনদ; কাঁচামালের সুষ্ঠু বণ্টন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও অংশীদারদের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে পেয়েছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম : আইএসও-১৪০০১:২০১৫ সনদ এবং কর্মস্থলে আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে অর্জন করেছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম : আইএসও-৪৫০০১:২০১৮ সনদ।


আরো সংবাদ



premium cement