১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আসুসের নতুন স্মার্টওয়াচ উন্মোচন

-

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচ ভিভোওয়াচ সিক্স উন্মোচন করেছে আসুস। স্মার্টওয়াচটিতে আছে একাধিক হেলথ ম্যানেজমেন্ট ফিচার। গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত ১ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এটি রক্তচাপ পর্যবেক্ষণ ও ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) সমর্থন করে। এ জন্য ঘড়িটিতে রয়েছে আসুস ব্লাড প্রেসার ও আসুস ইসিজি অ্যাপ। এ ছাড়া স্মার্টওয়াচটি ব্যক্তির শরীরের গঠন ও ঘুমের গুণমান পরিমাপ করতে সক্ষম। ঘড়িটিতে মেডিক্যাল-গ্রেডের ইসিজি এবং পিপিজি সেন্সর রয়েছে।
ভিভোওয়াচ সিক্সে বাইরের রিংটিতে শরীরের গঠন পরিমাপে একটি বায়োইলেকট্রিক্যাল ইম্পিডেন্স (বিআইএ) সেন্সর রয়েছে। ঘড়ির উপরের সেন্সরে বুড়ো আঙুল এবং তর্জনী স্থাপন করলে শরীরের মেদ, পানির পরিমাণসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়। ঘড়িটি স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপ নিরীক্ষণ করতে পারে এবং স্ট্রেস লেভেলে হঠাৎ বা অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত করতে পারে। এর দাম ১৪০ ডলার।


আরো সংবাদ



premium cement