ক্যাসপারস্কি ল্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- আহমেদ ইফতেখার
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কির বিক্রি ও সেবা প্রদান নিষিদ্ধ ঘোষণা করার পর এবার এর নির্মাতা রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ ১২ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন সরকার। এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারিসের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)। তাতে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের দেয়া এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ক্যাসপারস্কির প্রধান ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা আঁদ্রেই আনাতোলিভিচ এফ্রেমভ, প্রধান আইনি কর্মকর্তা ইগর গেন্নাদিয়েভিচ চেকুনভ, বৈশ্বিক মানবসম্পদ বিভাগের প্রধান মেরিনা মিখাইলভনা আলেকসিভ, যোগাযোগ বিভাগের প্রধান ডেনিস ভাদিমিরোভিচ জেনকিন, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) আন্তন মিখাইলভিচ ইভানভসহ আরও কয়েকজন। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ নিষেধাজ্ঞার আওতায় পড়েননি ।
ওএফএসির বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ও সাইবার ডোমেইনকে নিরাপদ রাখার প্রতিশ্রুতির অংশ হিসেবে ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ ১২ কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সাইবার নিরাপত্তা হুমকির মুখে পড়ে এ রকম কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
ক্যাসপারস্কি ল্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির এক দিন আগে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাসপারস্কির তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনার ঘোষণা করেছে মার্কিন সরকার। এটি কার্যকর হতে যাচ্ছে আগামী ২০ জুলাই থেকে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রুশ গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা