নতুন পাওয়ার ব্যাংক আনছে ওয়ানপ্লাস
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
চলতি সপ্তাহে নতুন পণ্য উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস। এবার একাধিক নতুন ডিভাইস উন্মোচন করা হবে। এর মধ্যে ১০০ ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জিং সক্ষমতার পাওয়ার ব্যাংক রয়েছে। সম্প্রতি চীনের ই-কমার্স ওয়েবসাইট জেডিডটকমে নতুন এ পাওয়ার ব্যাংকের বিস্তারিত ও ডিজাইন সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এটি ১২ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের একটি পাওয়ার ব্যাংক। এর মাধ্যমে যাত্রাপথে স্মার্টফোন থেকে শুরু করে একাধিক ডিভাইস চার্জ দেয়া যাবে। ক্লাউড গ্রিন ও সিলভার উইং হোয়াইট রঙে ডিভাইসটি কেনা যাবে।
ডিভাইসটিতে ল্যাব ডিজাইন ও ডুয়াল টোন ফিনিশ কোটিং ব্যবহার করা হয়েছে। চার্জিংয়ের জন্য এতে একটি ইউএসবি-সি ও একটি ইউএসবি-এ পোর্ট রয়েছে। সহজে ব্যবহারের জন্য এতে পাওয়ার বাটনও রয়েছে। পাওয়ার ব্যাংকটি ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং আউটপুট ও ৪৫ ওয়াট পর্যন্ত ইনপুট নিতে পারে। ডিভাইসটির মাধ্যমে পোর্টেবল ল্যাপটপ থেকে শুরু করে যেকোনো ডিভাইস চার্জ দেয়া যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে ডিভাইসের কোনো তালিকা দেয়া হয়নি।
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ইভেন্টে পাওয়ার ব্যাংকের সঙ্গে আরো কিছু ডিভাইস উন্মোচন করা হতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, পাওয়ার ব্যাংক ছাড়াও কোম্পানি ওয়ানপ্লাস এইস থ্রি প্রো স্মার্টফোনও উন্মোচন করতে পারে। ব্যবহারকারীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর ব্যবহার করা হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা