ঈদে টেকনোর আকর্ষণীয় অফার
- ১২ জুন ২০২৪, ০০:০৫
ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এর ব্যবহারকারী ও ভক্তদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য থাকছে দুর্দান্ত কিছু অফার। টেকনো ক্যামন-৩০, স্পার্ক-২০ প্রো+, ক্যামন-২০ ও ক্যামন-২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় এই অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
স্পার্ক-২০ প্রো+ কিনলে ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। সম্প্রতি টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ক্যামন-৩০ সিরিজের ফোন। লঞ্চ হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছে এই সিরিজের ডিভাইস। এ অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলতে টেকনো এর ক্যামন-৩০ ফোনের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নিশ্চিত উপহার অফার। টেকনো ক্যামন-৩০ কিনলেই গ্রাহকরা একটি আকর্ষণীয় গিফট প্যাকেজ পাবেন।
এ ছাড়া টেকনো ফ্যানরা ঈদ উপলক্ষে নতুন দামে ক্যামন-২০ সিরিজের ফোন কেনার সুযোগ পাচ্ছেন। আগ্রহীরা এখন ক্যামন-২০ প্রো (৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন মাত্র ২১ হাজার ৯৯৯ টাকায় (বাজারমূল্য ২৪ হাজার ৯৯০ টাকা) এবং ক্যামন-২০ (৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট) পাওয়া যাচ্ছে মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় (বাজারমূল্য ১৯ হাজার ৯৯০ টাকা)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা