নিষ্ক্রিয় করা গেছে বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ বটনেট
- আহমেদ ইফতেখার
- ০৩ জুন ২০২৪, ০০:০০
বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার আন্তর্জাতিক এক প্রচেষ্টার পর চিরতরে বন্ধ হয়ে গেছে বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ বটনেট নেটওয়ার্ক, যার বিরুদ্ধে প্রায় ৬০০ কোটি ডলার চুরির অভিযোগ রয়েছে। বটনেট হলো বিভিন্ন সংক্রামিত কম্পিউটারের এমন এক নেটওয়ার্ক, যা মূল পরিকল্পনাকারীর লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একসাথে কাজ করে। এই অভিযানের নেতৃত্ব দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ‘৯১১ এস-৫’ নামের বটনেটটি এক কোটি ৯০ লাখের বেশি ডিভাইসকে সংক্রমিত করেছিল, যেগুলো ব্যবহার করা হতো সাইবার আক্রমণ পরিচালনা, বড় মাপের জালিয়াতি, বোমা হামলার হুমকি এমনকি শিশু নিপিড়নের ক্ষেত্রেও।
এই বটনেটটি তৈরি ও পরিচালনার সন্দেহে ২৪ মে ক্যারাবীয় দ্বীপপুঞ্জের দেশ সেইন্ট কিটস অ্যান্ড নেভিস থেকে গ্রেফতার করা হয় চীনা নাগরিক ইউনহি ওয়াংকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, বটনেটটি গোটা বিশ্বের প্রায় ২০০টি দেশের বিভিন্ন কম্পিউটার সংক্রমিত করেছে, যেগুলো নিয়ন্ত্রিত হতো অভিযুক্ত ওয়াংয়ের সেটআপ করা ১৫০টি ডেডিকেটেড সার্ভারের মাধ্যমে।
২০১৪ ও ২০২২ সালের মাঝামাঝি সময়ে ম্যালওয়্যার দিয়ে লাখ লাখ ব্যক্তিগত কম্পিউটারে সাইবার আক্রমণ চালিয়ে সংক্রমিত করা হয়েছিল। ওই সব কম্পিউটারের মাধ্যমেই বটনেটটি বিভিন্ন ধরনের সাইবার অপরাধ চালাত। বটনেটটির প্রবেশাধিকার অপরাধীদের কাছে বিক্রি করার অভিযোগও এসেছে ওয়াংয়ের বিরুদ্ধে, যার মাধ্যমে পরবর্তীতে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি ডলার চুরি করেও বিভিন্ন ফ্রড ডিটেকশন সিস্টেম এড়িয়ে যেতে পেরেছে।
এর একটি লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের মহামারী ত্রাণ প্রকল্প, যেখানে হাতিয়ে নেয়া আইপি অ্যাড্রেসগুলো থেকে বিভিন্ন জাল বীমার প্রলোভন দেখাত বটনেটটি। এফবিআইয়ের তথ্য অনুসারে, এমন লাখ পাঁচেক মিথ্যা দাবির কারণে বিভিন্ন প্রকল্পের ক্ষতি গুনতে হয়েছে ৫৯০ কোটি ডলার।
এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়েই জানিয়েছেন, আন্তর্জাতিক মিত্রদের সাথে এফবিআই এমন এক যৌথ ধারাবাহিক সাইবার অপারেশন পরিচালনা করেছে, যার মাধ্যমে ‘৯১১ এস-৫’ বটনেটটিকে নিষ্ক্রিয় করা গেছে, যা সম্ভবত বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ বটনেট। ওয়াংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলোয় তিনি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তার ৬৫ বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা