০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চ্যাটজিপিটির বিশেষ সংস্করণ

-

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘চ্যাটজিপিটি এডু’ আনল ওপেনএআই। নতুন এই সংস্করণটি চ্যাটজিপিটির সর্বশেষ মডেল ‘জিপিটি ৪-ও’ এর ওপর ভিত্তি করে তৈরি করায় শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন। চ্যাটজিপিটি এডুতে লেখার ব্যাখ্যা, কোডিং ও গণিতের বিভিন্ন সমাধান পাওয়া যাবে। ডেটা অ্যানালটিকিস, ওয়েব ব্রাউজিং ও নথির সারাংশ লিখে নেয়ার মতো কাজও করা যাবে সংস্করণটিতে। চ্যাটজিপিটির এন্টারপ্রাইজ সংস্করণের আদলে নিরাপত্তা-সুবিধাও রয়েছে চ্যাটজিপিটি এডুতে।
চ্যাটজিপিটি এডু কাজে লাগিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী আলাদা জিপিটি সংস্করণ বানিয়ে তা ব্যবহার করতে পারবে। শুধু তা-ই নয়, চ্যাটজিপিটি এডুতে প্রম্পট লেখার কোনো সীমাবদ্ধতা না থাকায় সহজেই সব শিক্ষার্থী উপকৃত হবেন। ৫০টিরও বেশি ভাষা সমর্থন করা সংস্করণটি ব্যবহারকারীদের কোনো তথ্য সংগ্রহ করবে না। ফলে বিভিন্ন তথ্য নিরাপদ থাকবে।


আরো সংবাদ



premium cement