দেশের বাজারে এসেছে ক্যামন ৩০ ও ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি
- ২৯ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে ক্যামন ৩০ সিরিজ। এই সিরিজের নতুন দু’টি ফোন-ক্যামন ৩০ এবং ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি। এআই-চালিত ক্যামেরা সিস্টেম ও উন্নত ইমেজিং ফিচারসহ টেকনো ক্যামন ৩০ সিরিজের এই ফোন স্মার্টফোন ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। টেকনোর ব্যবহারকারীদের জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট বিভিন্ন ক্যামেরা ফিচার ও প্রযুক্তি নিয়ে আসতে সনির সাথে কাজ করছে। এই পার্টনারশিপের প্রতিফলন ঘটেছে ক্যামন ৩০ সিরিজের নতুন ডিভাইসগুলোতে।
ক্যামন ৩০ ফোনে চমৎকার অডিও এবং ভিডিও অভিজ্ঞতার জন্য রয়েছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডিপ্লাস অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে এবং ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টাকোর প্রসেসর। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি।
ক্যামন ৩০ এর ২৫৬ জিবি রম ও ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি রম ও ২৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ক্যামন ৩০ প্রিমিয়ার ফাইভজি ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা (৫০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চি ওআইএস + ৫০ মেগাপিক্সেল ৩এক্স + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড) সেটআপ। দূরের ছবি ক্যাপচার করার জন্য রয়েছে ৬০ এক্স পর্যন্ত হাইপার জুম। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট ফাইভজি প্রসেসর এবং ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার। দিনভর দুশ্চিন্তামুক্তভাবে ব্যবহারের জন্য এই ডিভাইসে আছে ৭০ ওয়াট আল্ট্রা চার্জ (৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি)। ডিভাইসটির ৫১২জিবি রম + ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা