স্মার্টফোনের জন্য মিডিয়াটেকের নতুন চিপসেট
- আহমেদ ইফতেখার
- ১৩ মে ২০২৪, ০০:০০
ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য নতুন চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। ডাইমেনসিটি ৯৩০০প্লাস নামের এ চিপসেটে এআই-নির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) সাপোর্ট করে থাকে। ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেটটি চার ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এতে একটি অক্টাকোর সিপিইউ, একটি অধিক সক্ষম আর্ম করটেক্স এক্স ফোর কোর, তিনটি অতিরিক্ত করটেক্স এক্স ফোর কোর ও চারটি করটেক্স এ৭২০ কোর রয়েছে। চিপসেটটিতে মিডিয়াটেকের নতুন নিউরোপাইলট প্রযুক্তি রয়েছে, যা যেকোনো এআই কমান্ড বাস্তবায়নে সহায়তা করবে।
মিডিয়াটেকের দাবি ইমেনসিটি ৯৩০০প্লাস চিপসেটটি নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ মডেলে দ্রুতগতিতে কাজ সম্পাদন করতে পারে। এছাড়া এটি পাওয়ার এফিশিয়েন্সি বা বিদ্যুৎ সাশ্রয়েও সহায়তা করবে বলে জানা গেছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী, নির্দিষ্ট গেম খেলার ক্ষেত্রে নতুন প্রসেসরটি ২০ শতাংশ কম বিদ্যুৎ বা ব্যাটারি ব্যবহার করবে। নেটওয়ার্ক সংযোগের গতি বাড়াতে প্রসেসরটিতে স্টার স্পিড ইঞ্জিন রয়েছে বলেও জানা গেছে।
গেমারদের জন্য মিডিয়াটেকের চিপসেটটিতে দ্বিতীয় প্রজন্মের হার্ডওয়্যার রেট্রেসিং ইঞ্জিন ও একটি আর্ম ইমোরটালিস জি৭২০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) রয়েছে। ক্যামেরার মাধ্যমে ভালো ছবি তোলার জন্য প্রসেসরে মিডিয়াটেকের ইমাজিক ৯৯০ আইএসপি ও কনটেন্ট প্রসেসিংয়ের জন্য মিরাভিশন ৯৯০ ব্যবহার করা হয়েছে। তবে চিপটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে বা এর দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা