এশিয়া-প্যাসিফিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী কোম্পানি ইনফিনিক্স
- ০৬ মে ২০২৪, ০০:০৫
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ষষ্ঠ সেরা উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে ফাস্ট কোম্পানির স্বীকৃতি পেয়েছে ইনফিনিক্স। পৃথিবীর সেরা উদ্ভাবনী ব্র্যান্ড ২০২৪-এর বার্ষিক তালিকা প্রকাশের সময় ইনফিনিক্সকে এ স্বীকৃতি দেয়া হয়েছে। ফাস্ট কোম্পানি প্রকাশিত পৃথিবীর সেরা উদ্ভাবনী ব্র্যান্ড একটি সম্মানজনক উদ্যোগ। কোম্পানিটি বিভিন্ন খাতে পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোতে প্রথমে চিহ্নিত করে। পরে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ব্র্যান্ডের মূল্যায়ন করা হয়। এতে স্টার্টআপ থেকে শুরু করে বিভিন্ন শিল্প খাতের বড় বড় কোম্পানিও অংশ নেয়। ইনফিনিক্সের জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম সেরা উদ্ভাবনী কোম্পানি হিসেবে ফাস্ট কোম্পানি থেকে স্বীকৃতি পাওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের। সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আমরাই স্থান পেয়েছি, এটিও আনন্দের।’ এই অর্জনের মাধ্যমে সফল প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করে ইনফিনিক্স গর্বিত। একই সাথে ব্র্যান্ডটি এনভিডিয়া, মাইক্রোসফট, ইউটিউব, ওপেনএআইসহ বিখ্যাত বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির সাথে একই তালিকায় জায়গা করে নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা