১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের বাজারে এআই প্রযুক্তির ল্যাপটপ নিয়ে এসেছে গিগাবাইট

-

গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভারী কাজের উপযোগী ২টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ইন্টেল ১৪ প্রজন্মের অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপসহ ৫টি ওএলইডি ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট বাংলাদেশ। গত রোববার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ল্যাপটপগুলো উন্মোচন করেন গিগাবাইট এশিয়া অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান স্যু। এ সময় গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মাদ আনাস খান এবং একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন ও গিগাবাইট বাংলাদেশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ প্রজন্মের কোর আই৭ প্রোসেসর এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড। গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ প্রজন্মের কোর আই৭ প্রোসেস এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড। এছাড়াও অনুষ্ঠানে গিগাবাইট জি৫ এমএফ৫ এবং জি৫ কেএফ৫ নামে আরও দুইটি ১৩ প্রজন্মের কোর আই৭ প্রসেসরের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।


আরো সংবাদ



premium cement