১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের বাজারে লেনোভোর এসএসডি উন্মোচন

-

বিশ্বের শীর্ষস্থানীয় ফ্ল্যাশ স্টোরেজ নির্মাতা প্রতিষ্ঠান বাইউইন বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে প্রবেশ করেছে। বাইউইন লেনোভোর সর্বাধুনিক প্রযুক্তির তিনটি মডেলের এসএসডি উন্মোচন করেছে পণ্যটির জাতীয় পরিবেশক ইন্টেলিজেন্ট টেকনোলজি ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে। পাশাপাশি ইন্টেলিজেন্ট টেকনোলজির বাংলাদেশ লিয়াজোঁ অফিস উদ্বোধন করা হয়।
গত শনিবার ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লেনোভোর তিনটি মডেলের এসএসডি উন্মোচন করেন বাইউইন দক্ষিণ এশিয়া ও আফ্রিকা অঞ্চলের কনজ্যুমার ডিভিশনের প্রধান রাজেশ খুরানা, ইন্টেলিজেন্ট টেকনোলজি লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি হেড এস এম এম মনোয়ার সাগর।
লেনোভোর নতুন উন্মোচিত হওয়া তিনটি মডেলের এসএসডি হলো- লেনোভো এলএন-৯৬০ এম.২; লেনোভো এলএন-৮৬০ এম.২ এবং লেনোভো এলএস-৮০০ সাটা ৩। ব্যক্তিগত এবং পেশাদার ব্যবহারের জন্য অত্যাধুনিক স্টোরেজ সমাধান করার জন্য উন্নত উৎপাদন ক্ষমতা এবং বিশ্বব্যাপী ব্র্যান্ড স্বীকৃতি একত্রিত নতুন লেনোভোর এসএসডি লাইন আপ বিভিন্ন স্টোরেজ চাহিদা পূরণ করে।

 


আরো সংবাদ



premium cement