১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডার্ক ওয়েবে নতুন র্যানসমওয়্যার ‘জাঙ্ক গান’

-

সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস ‘জাঙ্ক গান র্যানসমওয়্যার : পিসশুটারস ক্যান স্টিল প্যাক এ পাঞ্চ’ শীর্ষক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। সাইবার জগতে এক নতুন হুমকি, জাঙ্ক গান (ঔঁহশ এঁহ) র্যানসমওয়্যার সম্পর্কে বিস্তারিত এই প্রতিবেদনে উঠে এসেছে।
সফোস এক্স-অপস ২০২৩ সাল থেকে ডার্ক ওয়েবে এমন ১৯টি ‘জাঙ্ক গান’ র্যানসমওয়্যার ভ্যারিয়েন্ট পেয়েছে যা সুলভমূল্যে আলাদাভাবে তৈরি করা হয়েছে। প্রায় এক দশক ধরে চলমান র্যানসমওয়্যার-এস-এ-সার্ভিস (আরএএএস) মডেলের সাইবার হামলার পরিবর্তে এই জাঙ্ক গান র্যানসমওয়্যার বিস্তার ঘটাতে চেষ্টা করছেন ডেভেলপাররা। এসব র্যানসমওয়্যার তৈরি এবং বিক্রি করতে কেবল এককালীন ব্যয় প্রয়োজন হয়। ব্যক্তিপর্যায়সহ ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানে হামলা করার জন্য এই র্যানসমওয়্যার ব্যবহার করতে পারে সাইবার হামলাকারীরা।
সফোস রিপোর্টে দেখা গেছে, ডার্ক ওয়েবে এই জাঙ্ক গান র্যানসমওয়্যার ধরনগুলোর মূল্য গড়ে ছিল ৩৭৫ ডলার। যেখানে আরএএএস মডেলের কিছু টুলসের দাম প্রায় এক হাজার ডলারেরও বেশি হয়ে থাকে। অর্থাৎ জাঙ্ক গান র্যানসমওয়্যার তুলনামূলক কম মূল্যেই ক্রয় করতে পারে সাইবার হামলাকারীরা।
প্রতিবেদনটি অনুযায়ী, সাইবার আক্রমণকারীরা এই র্যানসমওয়্যারের চারটি ধরন ব্যবহার করছে। জাঙ্ক গান র্যানসমওয়্যারগুলোর সক্ষমতায় অনেক ভিন্নতা আছে। এদের পরিচালনার জন্য কোনো সহায়ক কাঠামোর প্রয়োজন না হওয়ায় এই র্যানসমওয়্যারের চাহিদা বেশি থাকে সাইবার দুর্বৃত্তদের কাছে। এ ছাড়া এই র্যানসমওয়্যারের ক্রেতা বা ব্যবহারকারীদের তাদের মুনাফার অংশ এর বিক্রেতাদেরকেও দিতে হয় না।


আরো সংবাদ



premium cement
ভারতে মা ও শিশুদের মৃত্যুকে বাংলাদেশে হিন্দু নির্যাতন বলে প্রচার বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ-লিটন দাস চেন্নাইয়ের হাসপাতালে আগুন, মৃত্যু শিশুসহ ৬ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু শহীদ দেলোয়ারের কবর ছুঁয়ে প্রতিদিনই আর্তবিলাপ করেন মা টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি! টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রাশিয়ার চেচনিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন আঘাত : দাবি করছেন চেচনিয়ার নেতা এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল! পাকিস্তান দলের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি

সকল