স্মার্টফোন উৎপাদনে শীর্ষে স্যামসাং
- আহমেদ ইফতেখার
- ১৭ এপ্রিল ২০২৪, ০০:৫৮
২০২৪ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন উৎপাদনে শীর্ষে উঠে এসেছে স্যামসাং। ২০ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বরাতে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৮ কোটি ৯৪ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এর মধ্যে বাজার হিস্যায় অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং।
গত বছরের ডিসেম্বরে পুরো চিত্রই ভিন্ন ছিল। সে সময় স্যামসাংকে ছাড়িয়ে ডিভাইস বাজারজাতে শীর্ষে ছিল আইফোন নির্মাতা। কিন্তু হুয়াওয়েসহ অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনকারীদের প্রভাবে অ্যাপলের বাজার হিস্যা ১৭ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। দুই কোম্পানির প্রতিযোগিতার মধ্যে ১৪ দশমিক ১ শতাংশ বাজার হিস্যা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনা কোম্পানি শাওমি।
চলতি বছরের শুরুতে গ্যালাক্সি এ২৪ সিরিজ উন্মোচন করে স্যামসাং। এর পর থেকে এখন পর্যন্ত ৬ কোটি ডিভাইস বিক্রি করেছে কোম্পানিটি। আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্যানুযায়ী, বৈশ্বিক পর্যায়ে গ্যালাক্সি এস২৪ এর বিক্রি ২০২৩ সালের তুলনায় চলতি বছর ৮ শতাংশ বেড়েছে।
প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, স্মার্টফোনের শীর্ষ বাজার চীনের বিভিন্ন কোম্পানি ও সরকারি সংস্থা কর্মীদের আইফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। যে কারণে বিক্রিতেও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে চীনের বাজার ক্রমে হারাচ্ছে অ্যাপল, এমনটাই অভিমত বিশ্লেষকদের। প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আইফোন বিক্রি কমেছে ৩৩ শতাংশ। এ নিয়ে টানা দুই মাস চীনের বাজারে অ্যাপলের বিক্রি নিম্নমুখী রয়েছে।
আইডিসির তথ্য অনুসারে, বছরের প্রথম প্রন্তিকে ৫ কোটি ১০ লাখের মতো আইফোন বিক্রি করেছে অ্যাপল, যা গত বছরের একই সময় সরবরাহ করা ৫ কোটি ৫৪ লাখের চেয়ে কম। ২০২৩ সালের শেষ প্রান্তিকে, চীনে আইফোনের শিপমেন্টের আগের বছরের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা