২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

অনলাইনে টিউশন খোঁজার প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস

-

অনলাইনে টিউশন খোঁজার প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস (পধৎবঃঁঃড়ৎং.পড়স) সম্প্রতি ১১তম বর্ষপূর্তি উদযাপন করেছে। পথ চলার ১২ বছরে পদার্পণের পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ারটিউটরসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাসুদ পারভেজ রাজু। তিনি বলেন, একটি পুরনো ল্যাপটপ, পুরনো মোবাইল ফোন আর অল্প কিছু নগদ অর্থ নিয়ে শুরু করলেও সবার দোয়া এবং শুভ কামনায় ধাপে ধাপে সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছে কেয়ারটিউটরস। আমাদের কাজের পরিধি এবং লোকবল বৃদ্ধি পাওয়ায় নতুন অফিস নিতে হয়েছে। এটাও সফলতার একটি ধাপ। শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অনলাইন টিউশন প্ল্যাটফর্মে কেয়ারটিউটরস শীর্ষস্থান দখল করে আছে। আমার বিশ্বাস সবার প্রচেষ্টায় আগামীতেও এটি বজায় থাকবে। অনুষ্ঠানে অন্য বক্তারা কেয়ারটিউটরস’র বর্তমান সফলতার চিত্র তুলে ধরেন।
ঢাকাসহ দেশের ১২টি শহরে ১৩টি ক্যাটাগরির টিউশন নিয়ে চলছে কেয়ারটিউটরস’র বর্তমান কার্যক্রম। বর্তমানে কেয়ারটিউটরসের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তিন লাখেরও বেশি টিউশন প্রত্যাশী বা টিউটর। এর পাশাপাশি ৯০ হাজারের ওপরে রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থী। এ পর্যন্ত কেয়ারটিউটরস’র অ্যাপটি ডাউনলোড হয়েছে এক লাখেরও বেশিবার। একাডেমিক বিষয় ছাড়াও এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আরবি, ড্রয়িং, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট, ভাষা শিক্ষা এবং পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টসহ মোট ১৩ ক্যাটাগরিতে টিউটর খুঁজে নিতে পারবেন।


আরো সংবাদ



premium cement