চীনে ফ্যাক্টরি বাড়াতে চান ইলন মাস্ক
- আহমেদ ইফতেখার
- ০১ জুন ২০২৩, ০০:০৫
টেসলা ইনকরপোরেটেডের সিইও ইলন মাস্কের ব্যবহৃত একটি ব্যক্তিগত জেট বেইজিং পৌঁছেছে। গত মঙ্গলবারই চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সাথে বৈঠক করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। বৈঠকে মাস্ক চীনে নতুন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করে দেশটির মন্ত্রীর প্রতি বিদেশী কোম্পানিগুলোর প্রবেশের পথ উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেন, চীনের বৈদ্যুতিক গাড়ির বাজার সার্বিক উন্নয়নে সম্ভাব্য বড় খাত এবং চীন আরো স্থিতিশীল বাজার ও আইনসঙ্গত ব্যবসায়িক পরিস্থিতি তৈরি করতে টেসলার মতো বিদেশী কোম্পানির জন্য তার দেশের দরজা উন্মুক্ত রাখবে। এ বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একটি গঠনমূলক চীন-মার্কিন সম্পর্ক থেকে দু’টি দেশ এবং বিশ্ব লাভবান হবে।
এমন সময়ে এ বৈঠকটি হলো যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিরোধ ক্রমাগত বাড়ছে। গত বছর ওয়াশিংটন চিপ ও সেমিকন্ডাক্টর যন্ত্রাংশে বেইজিংয়ের ওপর অবরোধ আরোপ করে। চীনের অগ্রগতি ঠেকাতে দেয়া সেই অবরোধের মুখে চীন নিজ দেশেই না গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি নিয়ে এগিয়ে যায়, নতুন করে সেই আশঙ্কাও তৈরি হয়েছে। চলতি মাসে চীন জটিল তথ্য অবকাঠামোর অভিযোগে মার্কিন চিপ নির্মাতা মাইক্রন থেকে যন্ত্রাংশ কেনায় চীনা কোম্পানিগুলোর ওপর অবরোধ দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা