২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

সাগরের তলদেশে মেটার দীর্ঘতম ইন্টারনেট কেবল

-

তিন মহাসাগরের তলদেশজুড়ে বিশ্বে ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ সাব সি কেবল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে মেটা। প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করবে ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ নামের এই প্রকল্প। কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের দীর্ঘতম ‘আন্ডারওয়াটার কেবল’ বা পানির নিচে ডেটা সংযোগ প্রকল্প। সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও অন্যান্য প্রযুক্তিতে নিজেদের কাজের পরিধি বাড়ানোর চেষ্টা করেছ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। প্রতিষ্ঠানটি নতুন এই কেবল প্রকল্পটি এ শিল্পে নেতৃত্ব দেওয়া এমন এক অবকাঠামো হবে যা পাঁচটি প্রধান মহাদেশকে সংযুক্ত করবে। পাশাপাশি কোম্পানিটির বিভিন্ন এআই প্রকল্পকেও সহায়তা দেবে এটি।
এটি এ যাবতকালের দীর্ঘতম এই সাব সি কেবলে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম ব্যবহার করবে মেটা। জাপানের এনইসি করপোরেশন যে ২৪ ফাইবার পেয়ার সিস্টেম তৈরি করেছে তাতে ২৪ জোড়া ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়। এতে প্রতি জোড়া কেবলের মধ্য দিয়ে ৩০টি ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেকেন্ডে ২০ টেরাবিট ডেটা পাঠানো যায়। এর ফলে ২৪ জোড়ার মোট ডেটা পাঠানোর ক্ষমতা হয় সেকেন্ডে চারশ ৮০ টেরাবিট।


আরো সংবাদ



premium cement