২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ঢাকায় অনুষ্ঠিত হলো টিকটকের ডিজিটাল সেফটি সামিট

-

টিকটক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে প্রথমবারের মতো গত সোমবার ঢাকায় ডিজিটাল সেফটি সামিট বাংলাদেশ ২০২৫-এর আয়োজন করেছিল। নিরাপদ ও দায়িত্বশীল অনলাইন পরিবেশ তৈরির লক্ষ্যে এই সম্মেলনটির আয়োজন করা হয়। এই সামিটে উপস্থিত ছিলেন অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও কনটেন্ট ক্রিয়েটররা। অনলাইন নিরাপত্তা, ডিজিটাল সাক্ষরতা, ভুল তথ্য মোকাবেলা এবং সঠিক ডিজিটাল অভ্যাস গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনসের প্রধান ফেরদৌস আল মুত্তাকিন ডিজিটাল সুরক্ষার গুরুত্ব এবং এ বিষয়ে টিকটকের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, ‘টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই। আমরা বিশ্বাস করি, নিয়ন্ত্রক সংস্থা, বিশেষজ্ঞ ও আমাদের কমিউনিটির সাথে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করা সম্ভব, যেখানে তারা স্বাধীনভাবে ও দায়িত্বশীলতার সাথে নিজেদের প্রকাশ করতে পারবে।’ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মো: এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘ডিজিটাল মাধ্যমগুলো দ্রুত বিকশিত হওয়ার সাথে সাথে আমাদের অনলাইন কমিউনিটি, বিশেষ করে তরুণ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। টিকটকের মতো প্ল্যাটফর্মের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সব বাংলাদেশীর জন্য একটি নিরাপদ ডিজিটাল সিস্টেম তৈরি করতে চাই।’


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশীসহ আটক ৬৩০ গাজায় ৬ ইসরাইলি পণবন্দীকে হস্তান্তরের প্রস্তুতি হামাসের দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের কাশিয়ানীতে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ২ ভালুকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৫ আমরা কারো দাবার গুটি হবো না : জামায়াত আমির ক্রিপ্টোকারেন্সির ১৫০ কোটি ডলার চুরি আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখনো শেষ হয়নি : মাসুদ সাঈদী ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত শান্তি আলোচনায় জেলেনস্কির উপস্থিতিকে দরকারি মনে করেন না ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রঁ ‘কিছুই করেননি’, বললেন ট্রাম্প

সকল