২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

আসছে ভিভো ওয়াই২৯

-

ঈদের আগেই ভিভো নিয়ে আসছে নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন ভিভো ওয়াই২৯। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অনন্য রঙের সমন্বয়ে তৈরি ফোনটিতে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকায় এক চার্জেই সারাদিন নিশ্চিন্তে গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং করা যাবে। আর ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ হওয়ায় নিশ্চিত হয় এর নিরবচ্ছিন্ন ব্যবহার। সেই সাথে ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ফোনের কুলিং এবং ব্যাটারি পারফরম্যান্স উন্নত করেছে। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থেকে মুক্ত থাকা যায়।
অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইনের স্মার্টফোনটিতে স্কট শিল্ড গ্লাস থাকার কারণে এটি অত্যন্ত টেকসই। ডিজাইনের ক্ষেত্রেও ভিভো ওয়াই২৯ নজরকাড়া। মেটালিক হাই-গ্লস ফ্রেম ফোনটিকে দিয়েছে স্টাইলিশ ও অভিজাত লুক। ছোট থ্রিডি প্লেট ডিজাইন দিবে গ্রিপের বাড়তি আরামদায়ক অনুভূতি। ভিভো ওয়াই২৯ পাওয়া যাবে ‘নোবল ব্রাউন’ ও ‘এলিগেন্ট হোয়াইট’ দু’টি অনন্য রঙে।


আরো সংবাদ



premium cement