২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

র‌্যানসমওয়্যার আক্রমণে মুক্তিপণ কমছে

র‌্যানসমওয়্যার আক্রমণে মুক্তিপণ কমছে -

র‌্যানসমওয়্যার আক্রমণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা উল্লেখযোগ্য হারে কমছে। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিস জানিয়েছে, সাইবার অপরাধের শিকার হয়ে গত বছর ভুক্তভোগীরা প্রায় ৮১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ডলার মুক্তিপণ দিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় ৩৫ শতাংশ কম। ওই বছর র‌্যানসমওয়্যার মুক্তিপণের পরিমাণ ছিল ১২৫ কোটি ডলার। ২০২২ সালের পর প্রথমবারের মতো র‌্যানসমওয়্যার আক্রমণের পর মুক্তিপণের অর্থের পরিমাণ কমেছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা, আন্তর্জাতিক সহযোগিতা ও মুক্তিপণ দিতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের প্রতিরোধমূলক মনোভাব এর পেছনে ভূমিকা রেখেছে।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান, সাইবার অপরাধ প্রতিরোধকারী সংস্থা ও ব্লকচেইন বিশেষজ্ঞদের সহযোগিতায় অনেক র‌্যানসমওয়্যার গোষ্ঠীর কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে তাদের মুক্তিপণ আদায়ের হারও কমেছে। ভুক্তভোগীরাও মুক্তিপণ পরিশোধে প্রতিরোধমূলক মনোভাব দেখিয়েছে। এতে দাবিকৃত মুক্তিপণ ও পরিশোধিত অর্থের ব্যবধান বেড়েছে।
পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কৌশল অবলম্বন করছে র‌্যানসমওয়্যার আক্রমণকারীরা। ২০২৪ সালে তারা আরো উন্নত কৌশল গ্রহণ করেছে। কোড পুনর্ব্যবহার, ফাঁস হওয়া কোড অথবা ক্রয়কৃত কোডের মাধ্যমে র‌্যানসমওয়্যারের নতুন স্ট্রেইন বা ধরন তৈরি করা হচ্ছে। চেইন অ্যানালাইসিস বলছে, ডাটা চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভুক্তভোগী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে মুক্তিপণের জন্য দর কষাকষি শুরু হয়। র‌্যানসমওয়্যার ইকোসিস্টেমে রাষ্ট্রীয় সমর্থন পাওয়া গোষ্ঠী, আক্রমণ সহযোগী, স্বতন্ত্র অপরাধী ও ডাটা চুরির মাধ্যমে মুক্তিপণ আদায়কারী গোষ্ঠী অন্তর্ভুক্ত।


আরো সংবাদ



premium cement