দেশের বাজারে শাওমির দু’টি স্মার্ট ওয়াচ
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দেশের বাজারে নতুন স্মার্ট ওয়াচ শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট এনেছে শাওমি। নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় রেখে তৈরি এই স্মার্টওয়াচ দু’টি আধুনিক ফিচার, নান্দনিক ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের এক দারুণ সমন্বয় যা তরুণদের গতিশীল জীবনধারার সাথে সামঞ্জস্যপূর্ণ। শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভে রয়েছে দুই ইঞ্চির একটি বিশাল ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেস্পন্সিভ ইন্টারেকশন নিশ্চিত করবে। পাশাপাশি, স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি হওয়ায় স্মার্ট ওয়াচটি প্রতি মুহূর্তকে আরো বেশি কালারফুল করে তুলবে। ম্যাট ফিনিশের ফ্রেম হওয়ায় স্মার্ট ওয়াচটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারে দেবে ঠিক তেমনি স্মুথ অভিজ্ঞতা। এতে দুই শতাধিক ওয়াচ ফেস আছে। তাছাড়া, এর সিম্পল ডিজাইন ওয়াচটিকে বিউটি ও এলিগেন্সের এক নিখুঁত সংমিশ্রণ রূপে ফুটিয়ে তুলবে। স্মার্টওয়াচটি ম্যাচিং স্ট্র্যাপসহ মিডনাইট ব্ল্যাক এবং ম্যাট সিলভার রঙে বাজারে পাওয়া যাবে।
শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি আমোলেড আল্ট্রা-ক্লিয়ার লারজ ডিসপ্লে, যা ন্যাচারাল কালার যেমন লাইট গোল্ড বা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। এর স্কয়ার স্ক্রিন ডিজাইন দেখতে বেশ স্টাইলিশ এবং ওজনে হালকা যা একটি হাই-গ্লস এনসিভিএম ফ্রেম দ্বারা তৈরি। এছাড়া, ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে ওয়াচটিতে এওডি মোড রয়েছে।
শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ডাইনামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচার। ব্যবহারকারীদের হার্ট রেট ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করতে ডিভাইস দু’টিতে আছে কম্প্রিহেনসিভ ফিটনেস ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম। দু’টি স্মার্টওয়াচেই রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টিরও বেশি মোড রয়েছে। ৫ এটিএম পানি-প্রতিরোধক ক্ষমতা থাকায় হালকা বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্তে রাখবে ডিভাইস দু’টি। এছাড়া, দুটো স্মার্টওয়াচেই ডুয়াল-মাইক্রোফোন নয়েজ রিডাকশন এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। প্রতিটি ডিভাইসে ৪৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ দিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট বাংলাদেশের শাওমির অনুমোদিত রিটেইল স্টোর গুলোতে পাওয়া যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা