০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

দেশের বাজারে আসুসের নতুন এআই পিসি

দেশের বাজারে আসুসের নতুন এআই পিসি -

প্রফেশনাল, ক্রিয়েটর এবং গেমারদের জন্য দেশের বাজারে এসেছে আসুসের চারটি নতুন কোপাইলট প্লাস পিসি জেনবুক এস১৪, প্রোআর্ট পি১৬, টাফ এ১৪ এবং এ১৬। সম্প্রতি গাজীপুরের ভাওয়াল রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আসুস অলওয়েজ ইনক্রেডিবল’ ইভেন্টের মাধ্যমে নতুন এআই ল্যাপটপ উন্মোচন করেছে। আসুস জেনবুক এস১৪ ল্যাপটপটির মূল্য দুই লাখ ২৮ হাজার টাকা, আসুস প্রোআর্ট পি১৬-এর মূল্য তিন লাখ ১৮ হাজার টাকা, আসুস টাফ গেমিং এ১৪-এর মূল্য দুই লাখ ৪২ হাজার টাকা এবং আসুস টাফ গেমিং এ১৬-এর মূল্য দুই লাখ ৭২ হাজার টাকা।
অনুষ্ঠানে আসুস বাংলাদেশের কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: আল ফুয়াদ বলেন, ‘আসুস সবসময় প্রযুক্তির শীর্ষে থাকতে উদ্ভাবনের ওপর গুরুত্ব দেয়। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ইউজার এক্সপেরিয়েন্স পর্যন্ত প্রতিটি ধাপ উন্নত করতে আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আসুসের সব ল্যাপটপ সিরিজের মাধ্যমে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা।’ এ ছাড়া ইভেন্টে উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো: আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর মো: রফিকুল আনোয়ার এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দীন খন্দকার ।

আসুস জেনবুক এস১৪ কোপাইলট প্লাস পিসি পারফরম্যান্সে এবং ডিজাইনে সেরা। এই ল্যাপটপটিতে আছে ইন্টেল লুনার লেক কোর আল্ট্রা ২৫৬ভি প্রসেসর, ১৬ জিবি র‌্যাম এবং ১৪-ইঞ্চি আসুস লুমিনা ওলেড থ্রি-কে ডিসপ্লে। মাত্র ১.২ কেজি ওজনে এই ল্যাপটপটি যেমন টেকসই তেমনি বহনযোগ্য।
আসুসের প্রোআর্ট পি১৬ ল্যাপটপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সৃজনশীল পেশাজীবীদের জন্য। এই ল্যাপটপটির ডিসপ্লের ফোর-কে ওলেড ডিসপ্লে। এর প্রসেসর হলো এএমডি রাইজেন-এআই ৯ এইচএক্স৩৭০ এবং জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। ল্যাপটপটিতে আছে ৩২জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং আসুস ডায়ালপ্যাডের সুবিধা।
আসুস টাফ গেমিং এ১৪ এবং এ১৬ এই দু’টি ল্যাপটপ গেমিংয়ের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন। আসুস টাফ গেমিং এ১৪ ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন-এআই ৯ এইচএক্স৩৭০ প্রসেসর এবং এতে আছে ১২ কোর, ২৪ থ্রেড। এর জিপিইউ হলো এনভিডিয়া আরটিএক্স ৪০৬০। ল্যাপটপটি ওজনে ১.৪৬ কেজি।

 


আরো সংবাদ



premium cement
বরিশালে জামায়াতের শহীদ স্মারক মোড়ক উন্মোচন আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১ আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা ‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’ গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার শুরু করা না হলে আন্দোলনের হুমকি ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে

সকল