গেমারদের জন্য আসছে নিনতেন্দোর সুইচ ২ কনসোল
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
চলতি বছর গেমিং দুনিয়ার জায়ান্ট নিনতেন্দো বাজারে আনছে সুইচ কনসোলের দ্বিতীয় সংস্করণ। কয়েক বছর ধরেই এ কনসোল বাজারে আসার খবরে মুখিয়ে ছিলেন গেমাররা। অবশেষে গত সপ্তাহে এমনটাই ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
নিনতেন্দো জানিয়েছে, সুইচ ২ কনসোল নিয়ে আরো বিস্তারিত জানা যাবে এপ্রিলে অনুষ্ঠেয় ইভেন্টে। তবে প্রযুক্তি বিশ্লেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, এ ভার্সনের স্ক্রিন ও কন্ট্রোলারগুলো আকৃতিতে বড় ও শক্তিশালী হবে। সিস্টেমের কন্ট্রোলার স্লাইড করে ঢোকানোর পরিবর্তে সুইচ ২-এর মূল ইউনিটের পাশে যুক্ত হবে। সেই সঙ্গে থাকবে উন্নতমানের ট্রিপলএ গেমস খেলার সুবিধা। নিনতেন্দো অ্যাপলের আইফোনের মতো কয়েকটি সংস্করণ বাজারে আনার কথা চিন্তা করছে। এতে তাদের হাইব্রিড গেমিংয়ের বাজারের পরিধি বাড়বে বলে আশা করা যায়।
‘নিনতেন্দো সুইচ ২ এক্সপেরিয়েন্স’ নামে বিশ্বের কয়েকটি দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। গেমাররা ওই ইভেন্টে সরাসরি এ সিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, লন্ডন ও প্যারিসে এপ্রিল থেকে এ ইভেন্টগুলো আয়োজনের পরিকল্পনা করা হয়েেছ বলে জানিয়েছে কোম্পানিটি।
নিনতেন্দো ২০১৭ সালে সুইচ বাজারে আনার পর বিশ্বব্যাপী ১৪ কোটির বেশি বিক্রি হয়েছে এ ডিভাইস। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এর বিক্রি মন্থর হয়ে পড়েছে। আগামী মার্চে শেষ হওয়া অর্থবছরের জন্য সুইচ কনসোলের বিক্রির পূর্বাভাস কমিয়েছে জাপানের গেমিং জায়ান্টটি। সুইচ কনসোল পুরনো হওয়ায় ও মানুষের আগ্রহ কমে যাওয়ায় ডিভাইসগুলোর বিক্রি কমেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা