নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করলেন ট্রাম্প
- আহমেদ ইফতেখার
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের আগেই ‘ট্রাম্প’ নামের মিম ক্রিপ্টোমুদ্রা চালু করেছেন। এরই মধ্যে এই ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার বাজার মূলধন দ্রুত কয়েক শত কোটি ডলারে পৌঁছেছে। এ ক্রিপ্টোমুদ্রা চালুর উদ্যোগটি নেওয়া হয়েছে ট্রাম্প অর্গানাইজেশন এর সহযোগী সিআইসি ডিজিটাল এলএলসি এর সমন্বয়ে। এর আগে ট্রাম্প-ব্র্যান্ডেড জুতা ও সুগন্ধি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। গত শনিবার বিকেল নাগাদ ট্রাম্প মুদ্রার বাজার মূলধন পৌঁছেছে প্রায় ৫৫০ কোটি ডলারে।
সিআইসি ডিজিটাল এলএলসি ও ফাইট ফাইট এলএলসি মিলে জানুয়ারি মাসের শুরুতে ডেলাওয়্যার নামে একটি কোম্পানি গঠন করে। ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার ৮০ শতাংশের মালিক এই কোম্পানিটি। তবে এ উদ্যোগ থেকে ট্রাম্প নিজে কত টাকা আয় করতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। প্রায় ২০ কোটি ডিজিটাল টোকেন ইস্যু করেছে তারা এবং আগামী তিন বছরে আরো ৮০ কোটি টোকেন ছাড়বে কোম্পানিটি।
ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা আশা করছেন, এই শিল্পকে চাঙ্গা করবে ট্রাম্প প্রশাসন। ক্রিপ্টোমুদ্রার জালিয়াতি ও অর্থ পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীন নিয়ন্ত্রক সংস্থাগুলো। কারণ, বিভিন্ন ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে মামলা করে ডিজিটাল মুদ্রার বিনিময়কে দমন করেছেন তারা।
এর আগে ট্রাম্পও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে খামখেয়ালী ছিলেন। তবে গত বছর ন্যাশভিলের এক বিটকয়েন সম্মেলনে তিনি বলেছেন, “আমি ওয়াশিংটনে ফিরে আসার পরে আমেরিকা হবে বিশ্বের ক্রিপ্টো রাজধানী।’
ডনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প’ নামের ক্রিপ্টোমুদ্রা চালুর একদিন পরই মেলানিয়ার এই ক্রিপ্টোমুদ্রা চালুর ঘোষণা দিয়েছেন। নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনলেন মেলানিয়া ট্রাম্প। স্বামীর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের প্রাক্কালে এই ক্রিপ্টোমুদ্রা চালু করেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই ফার্স্ট লেডি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা