২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ট্রাম্পের প্রচেষ্টায় আবারো যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে টিকটক

-

দায়িত্ব গ্রহণের পর টিকটক ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর প্ল্যাটফর্মটির কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে কিছু প্রাথমিক পরিষেবাসহ অ্যাপটি পুনরায় চালুর কথা জানিয়েছে। ব্যবহারকারীদের উদ্দেশ্যে এক বার্তায় টিকটক জানায়, ট্রাম্পের প্রচেষ্টার ফলে তারা এক দিনের মাথায় আবারো যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।
গত শনিবার স্থানীয় সময় রাত থেকে মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক বন্ধ হয়ে যায়। এদিন রাত থেকে অ্যাপল ও গুগল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়। গত রোববার নতুন একটি আইন কার্যকর হওয়ার কথা ছিল। আইনটির বলে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটক নিষিদ্ধ করা যায়।
প্ল্যাটফর্মটির মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। যুক্তরাষ্ট্রে এর প্রায় সাত হাজারের বেশি কর্মী রয়েছে। নতুন আইন অনুযায়ী, টিকটককে রোববারের মধ্যে চীনভিত্তিক মূল কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন অথবা জাতীয় নিরাপত্তা ঝুঁকি সমাধানের জন্য মার্কিন কার্যক্রম বন্ধ করতে হতো। তবে ট্রাম্পের আশ্বাসে আপাতত সে ঝুঁকি কমেছে। এর আগে মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছিলেন, চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহারের ঝুঁকি রয়েছে।
তবে আইনটি কার্যকর হওয়ার সময়সীমা পিছিয়ে দেয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি চান, টিকটকের ৫০ শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকুক। তবে যুক্তরাষ্ট্র সরকার নাকি মার্কিন কোনো কোম্পানি বা বিনিয়োগকারী সরাসরি এ অংশীদারত্ব নেবে, তা স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, যেসব কোম্পানি টিকটক চালু রাখতে সহায়তা করেছে, তারা কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না। তার নির্বাহী আদেশ এ বিষয়ে উল্লেখ থাকবে। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর টিকটককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে ৯০ দিনের মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দেবেন। এ প্রতিশ্রুতি ব্যবহারকারীদের উদ্দেশে টিকটক একটি বার্তায় জানিয়েছিল। যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের ঘোষণার পরই চীনা মালিকানাধীন আরেক অ্যাপ রেডনোটে মার্কিন ব্যবহারকারীদের ঢল নেমেছে। জানা গেছে, গত সপ্তাহে ১০ লাখের বেশি মার্কিন নাগরিক রেডনোট ডাউনলোড করেছেন। রেডনোট চীনে জিাওহংসু নামে পরিচিত। এটি টিকটক ও ইনস্টাগ্রামের মতো একটি প্ল্যাটফর্ম। গত সপ্তাহে বিশ্বব্যাপী ৪০ লাখের বেশি ডাইনলোড হয়েছে রেডনোট। নতুন তথ্যানুযায়ী, এর এক-চতুর্থাংশ ডাউনলোডই যুক্তরাষ্ট্র থেকে করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর কারাগারে রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সিলেটের অপেক্ষা বাড়িয়ে খুলনার বড় জয় বেরোবিতে পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাসের ঘটনায় সেই শিক্ষককে অব্যাহতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার বাংলাদেশকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করল সুইজারল্যান্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলারের নিচে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অধ্যক্ষের বহিষ্কার দাবি প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ পাকিস্তান-বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের বিকল্প নেই : হাইকমিশনার এবার বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

সকল