টিভিতে চ্যাটজিপিটি আনছে স্যামসাং
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টেলিভিশন তৈরি করতে একসঙ্গে কাজ করছে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই ও স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং বর্তমানে ওপেনএআইয়ের সঙ্গে নিজেদের পরবর্তী প্রজন্মের এআই টিভি তৈরির পরিকল্পনা করছে। স্যামসাং গত ১৯ বছর বৈশ্বিক টিভি মার্কেটে শীর্ষস্থানে রয়েছে। তাই ওপেনএআইয়ের সঙ্গে চ্যাটজিপিটি-চালিত টিভি তৈরি স্যামসাংয়ের জন্য বাজারে নিজের অবস্থান আরো শক্তিশালী করার একটি কৌশলিক পদক্ষেপ।
স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৫ ইভেন্টে টিভির জন্য এআইয়ের কনসেপ্ট মডেল উপস্থাপন করে। এ সময় স্যামসাং প্রতিনিধিরা কিছু ফিচার প্রদর্শন করেন, যেমন এআই ব্যবহার করে টিভি সিনেমার মূল চরিত্রটির পোশাক বা ফ্যাশন দেখতে ও বিশ্লেষণ করতে পারবেন। এছাড়া আরেকটি উদাহরণ ছিল, একটি বাটন ক্লিক করে বিদেশী ভাষার সাবটাইটেলগুলো কোরিয়ান ভাষায় অনুবাদ করা।
স্যামসাংয়ের এ চ্যাটজিপি-চালিত টিভি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে ওপেনএআই প্রযুক্তি ব্যবহার করে কোম্পানি একটি উন্নত এআই টিভি তৈরি করবে বলে প্রত্যাশা প্রযুক্তিসংশ্লিষ্টদের। এতে আরো ভালো ও পারসোনালাইজড কনটেন্ট সুপারিশ, একাধিক অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিংয়ের সুবিধা থাকতে পারে। এছাড়া চ্যাটজিপিটি অডিও ও সাবটাইটেল রিয়াল টাইমের অনুবাদও করতে পারে। ব্যবহারকারীরা তাদের টিভি থেকে ব্যক্তিগত স্বাস্থ্যসেবা পরামর্শও জানতে পারবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা