১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আইফোনের ত্রুটি দূর করতে আইওএস হালনাগাদ

আইফোনের ত্রুটি দূর করতে আইওএস হালনাগাদ -

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮.২ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সংস্করণটিতে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিললেও বেশ কিছু ত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। আর তাই এক মাসের মধ্যে ‘আইওএস ১৮.২.১’ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। শুধু তা-ই নয়, নিরাপদে আইফোন ব্যবহারের জন্য দ্রুত সংস্করণটির ইনস্টলের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইওএস ১৮.২ সংস্করণে থাকা গ্রুপ চ্যাটের নোটিফিকেশন সমস্যার পাশাপাশি ফটো অ্যাপের অস্বাভাবিক ধূসর অনুভূমিক লাইন এবং অ্যাপল কার প্লের সংযোগ সমস্যার সমাধান করা হয়েছে নতুন সংস্করণে। পাশাপাশি আইফোনের ধীরগতি, অ্যাপ ক্র্যাশ ও কি-বোর্ড ঠিকমতো কাজ না করা সমস্যারও সমাধান করা হয়েছে। অ্যাপলের তথ্যমতে, আইফোনে স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা চালু থাকলে আইওএসের হালনাগাদ সংস্করণটি নিজ থেকেই ইনস্টল হয়ে যাবে। তবে ডাউনলোড না হলে, সেটিংস অ্যাপে প্রবেশ করে সফটওয়্যার আপডেট বিভাগে গিয়ে হালনাগাদ করে নিতে পারবেন।


আরো সংবাদ



premium cement