০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

নিও কিউএলইডি-৮কে টিভি নিয়ে এলো স্যামসাং

-

সেরা প্রযুক্তি আর উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে স্যামসাং। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারের শীর্ষ টেলিভিশন ব্র্যান্ডটি এবারে নিয়ে এসেছে নতুন, নিও কিউএলইডি-৮কে টিভি মডেল-৮৫ কিউএন ৯০০ ডি। এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দুর্দান্ত সব ফিচার সংবলিত এই ৮৫-ইঞ্চি টিভি সাধারণ-৪কে টিভির তুলনায় এই টিভিতে ব্যবহারকারীরা পাচ্ছেন চার গুণ উন্নত রেজ্যুলুশন এবং পিকচার কোয়ালিটি। প্রথম ব্র্যান্ড হিসেবে দেশে অফিসিয়ালি-৮কে টিভি নিয়ে আসার মাধ্যমে টিভি বিনোদনের এক নতুন অধ্যায়ের সূচনা করল স্যামসাং।
স্যামসাংয়ের এই ৮কে এআই টিভিতে রয়েছে ৫১২ এআই নিউরাল নেটওয়ার্কস সুবিধাযুক্ত অত্যাধুনিক এআই-পাওয়ার্ড এনকিউ-৮ এআই জেন-৩ ৮কে প্রসেসর, যা সমসাময়িক অন্যান্য মডেলের চেয়ে টিভিটিকে অনেকাংশে এগিয়ে রেখেছে। এআইয়ের সাহায্যে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও শব্দ আপস্কেল, সাজেস্ট ও অপ্টিমাইজ করে দুর্দান্ত ৮কে অভিজ্ঞতা নিশ্চিত করে।
আধুনিক প্রযুক্তির সেরা উদাহরণ এই টিভিটি ইনফিনিটি এয়ার ডিজাইনে নির্মিত, যা মাত্র ১২.৯ মিমি পুরু এবং জিরো বেজেল স্ক্রিন, যা দর্শকদের নজর কাড়বেই। পছন্দের কোনো মুভি, টিভি শো বা ম্যাচ দেখার ক্ষেত্রে এর ৯০ ওয়াটের শক্তিশালী ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম। স্যামসাংয়ের সব রিটেইল স্টোরে ৮৫ কিউএন ৯০০ ডি এআই টিভিটি এখন পাওয়া যাচ্ছে সাড়ে ১০ লাখ টাকায়, সাথে থাকছে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা। আরো বিস্তারিত তথ্য জানা যাবে ট্রান্সকম ডিজিটাল বা র্যাংগস ইমার্টের অফিসিয়াল আউটলেটে।


আরো সংবাদ



premium cement