ভাঁজযোগ্য গেমিং মনিটর তৈরি করেছে এলজি
- আহমেদ ইফতেখার
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে সিইএস ফেয়ার। এবারের আয়োজনে বিশ্বের প্রথম ৫কে ২কে ওএলইডি প্রযুক্তির ভাঁজযোগ্য (বেন্ডেবল) গেমিং মনিটর উন্মোচন করেছে এলজি। আলটট্রাগিয়ার জিএক্স৯ ৪৫জিএক্স৯৯০এ মডেলের মনিটরটিতে অ্যান্টিগ্লেয়ার ও লো রিফ্লেকশন (এজিএলআর) প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর চাপ পড়ে না। শুধু তাই নয়, গেমের ধরন অনুযায়ী মনিটরটির পর্দা সোজা বা বাঁকিয়ে ব্যবহার করা যায়। এর ফলে গেমাররা দীর্ঘ সময় স্বচ্ছন্দে গেম খেলতে পারবেন।
ভাঁজযোগ্য গেমিং মনিটরটির পর্দার আকার ৪৫ ইঞ্চি। এনভিডিয়া জি-এসওয়াইএনসি এবং এএমডি ফ্রিসিংক প্রিমিয়াম প্রো প্রযুক্তিনির্ভর মনিটরটিতে ৫কে ২কে রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যাওয়ায় উন্নত গ্রাফিকসের যেকোনো গেম স্বচ্ছন্দে খেলা যায়। মনিটরটির রেসপন্স টাইম শূন্য দশমিক শূন্য ৩ মিলিসেকেন্ড। এর পাশাপাশি দ্রুত রিফ্রেশ রেট সুবিধাও রয়েছে। আলট্রাগিয়ার জিএক্স৯ ৪৫জিএক্স৯৯০এ মডেলের মনিটরটির দাম কত হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা