০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রেডমির সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন টার্বো ফোর

-

রেডমি তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন টার্বো ফোর লঞ্চ করেছে। লঞ্চের পর পরই ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে। ১ হাজার ৯৯৯ ইউয়ান থেকে শুরু ফোনের মূল্য। রেডমি টার্বো ফোরের মূল আকর্ষণ হলো এর শক্তিশালী পারফরম্যান্স। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্ট্রা প্রসেসরের মাধ্যমে পরিচালিত হবে। এর চিপসেটে অক্টা-কোর আর্ম কর্টেক্স-এ৭২৫ সিপিইউ ব্যবহার করা হয়েছে।
প্রসেসর ও জিপিইউ ছাড়াও রেডমি টার্বো ফোরে আরো রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১.৫কে রেজল্যুশনের স্ক্রিন, ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনটিতে আরো রয়েছে ৬ হাজার ৫৫০ এমএএইচের বড় জিনশাজিয়াং ব্যাটারি। মাত্র ৪৫ মিনিটে ৯০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে এটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব।
শাওমি গ্রুপের মোবাইল ফোন বিভাগের প্রেসিডেন্ট লু ওয়েইবিং জানিয়েছেন, হাই-এন্ড বাজারে আরো উন্নত প্রযুক্তি নিয়ে শাওমির সাফল্য রেডমির বিকাশের সুযোগ উন্মুক্ত করছে। কে সিরিজের জায়গা নেবে নতুন টার্বো সিরিজ।


আরো সংবাদ



premium cement