আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা
- ০৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট হবে আগামী ২২ জানুয়ারি। তো এখনো তিন সপ্তাহ বাকি। আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস২৫ আল্ট্রা সিরিজের ডিভাইস উন্মোচনের কথা থাকলেও এরই মধ্যে ফাঁস হয়েছে এর ছবি। ছবিতে দেখা মিলেছে গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ডিভাইসের অতি পাতলা বেজল, ডিজিটাল ট্রেন্ডসের ভাষায় ওই বেজল না কি রেজর শার্প। ফোনটির ডান দিক ও এর পাশে এবং কোণের দিকে সরু বেজল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি নেওয়া হয়েছে কোনো বড় আকারের ছবি থেকে ক্রপ করে, ফলে অস্পষ্ট হয়ে উঠেছে ডিভাইসের আশপাশের কিছু অংশ। এই ঘটনা সত্য হলে ডিভাইসের পূর্বসূরি মডেলের চেয়ে এস২৫ আল্ট্রার কোণগুলো রাউন্ডেড বা গোলাকার হবে। তবে অন্যান্য নকশার বিবরণ তুলনামূলকভাবে একই রকম বলে দেখা গেছে ফাঁসকৃত ছবিতে। ডিভাইসটিতে কী কী ফিচার ও নকশা থাকতে পারে সে সম্পর্কে এরই মধ্যে খানিকটা জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা