০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ওএলইডি পর্দার স্মার্ট মনিটর আনছে স্যামসাং

-

২০২৫ সালে প্রথমবারের মতো ওলেড পর্দার স্মার্ট মনিটর আনছে স্যামসাং। নতুন বছরের লাইনআপে থাকা স্মার্ট মনিটর এম-৯ নামের কেবল একটি মডেল চালু করেছে স্যামসাং। এটি সম্পূর্ণ নতুন ধরনের একটি মডেল। স্মার্ট মনিটর এম-৯ এ রয়েছে ওএলইডি ডিসপ্লে। ৩২ ইঞ্চির পর্দাসহ মনিটরটিতে আছে ফোরকে রেজুলিউশন বা চার হাজার পিক্সেল ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট।
ওএইএলডি প্যানেলগুলোর ‘রিঅ্যাকশন টাইম’ সাধারণত খুব কম থাকে ও এদের রঙ উজ্জ্বল হয়। ওলেড প্রযুক্তি, ৪-কে রেজুলিউশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের সাথে গেমিংয়ের পাশাপাশি প্রডাক্টিভিটির জন্যও উপযুক্ত হতে পারে স্মার্ট মনিটরটি। এ নতুন মডেলটিতে ছবির মান বাড়ানোর জন্য বেশ কয়েকটি এআইভিত্তিক ফিচার রয়েছে। এতে ফোরকে এআই আপসেলিং প্রো প্রযুক্তি রয়েছে, যা কম মানের কনটেন্টকে উচ্চ মানের ফোরকে কনটেন্টে রূপান্তর করতে ইনপুট সঙ্কেত, রেজুলিউশন, ছবির মান ইত্যাদি শিখতে ও বিশ্লেষণ করতে প্রোগ্রামিং জ্ঞান ব্যবহার করবে।
মনিটরটিতে আরো আছে এআই পিকচার অপটিমাইজার ফিচার, যা অন-ডিভাইস এআইয়ের মাধ্যমে পিসিওয়ালা স্ক্রিন বিশ্লেষণ করে ও কনটেন্টের জন্য উপযোগী ছবির মান দেবে।


আরো সংবাদ



premium cement