উইকিপিডিয়ার দিকে নজর দিলেন ইলন মাস্ক
- আহমেদ ইফতেখার
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৪৪ বিলিয়ন ডলার দিয়ে তিনি টুইটার কিনে তার নামও পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন ‘এক্স’। এবার ইলন মাস্কের নজর পড়েছে উইকিপিডিয়ার দিকে। সম্প্রতি এক পোস্টে মাস্ক লিখেছিলেন, তাদের আমি বিলিয়ন ডলার দেবো যদি তারা তাদের নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া। তবে তার এ পোস্টের কোনো জবাব দেয়নি উইকিপিডিয়া কর্তৃপক্ষ। এরপর তিনি বলেছেন, যখনই তিনি সুযোগ পাবেন। আর তখনই তিনি উইকিপিডিয়াকে কিনে নেবেন।
বিশ্বজুড়ে বিনামূল্যে নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তির অন্যতম উৎস হিসেবে পরিচিত উইকিপিডিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। উইকিপিডিয়ায় তথ্যের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি কার্যক্রমে বাজেট বরাদ্দের সমালোচনা করে সংস্থাটিতে অনুদান না দেয়ার জন্য নিজের অনুসারীদের আহ্বানও জানিয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
পোস্টেও প্রতিক্রিয়ায় মাস্ক লিখেছেন, ‘তাদের সম্পাদনার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত উইকিপিডিয়াকে অনুদান দেয়া বন্ধ করেন।’ উইকিপিডিয়ার ২০২৩-২৪ অর্থবছরের ১৭ কোটি ৭০ লাখ ডলারের বাজেটের ২৯ শতাংশ বরাদ্দ করা হয়েছে ইক্যুইটি এবং সেফটি অ্যান্ড ইনক্লুশন কার্যক্রম পরিচালনার জন্য।
গত বছরের অক্টোবর মাসে ইলন মাস্ক উইকিপিডিয়াকে ১০০ কোটি ডলার অনুদান দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অনুদান পেতে হলে উইকিপিডিয়ার নাম পরিবর্তন করে ‘ডিকিপিডিয়া’ নামকরণ করার শর্তজুড়ে দেন তিনি। কিন্তু উইকিপিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন মাস্কের শর্তে রাজি হয়নি।
তবে সম্প্রতি ‘ডোজ ডিজাইনার’ নামের অ্যাকাউন্ট থেকে দেয়া এক্স পোস্টের প্রতিক্রিয়ায় উইকিপিডিয়াকে ১০০ কোটি ডলার অনুদান দেয়ার প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা