২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশের বাজারে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

দেশের বাজারে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন -

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে তাদের ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩ উন্মোচন করা হয়েছে। এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফর্মেন্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরো সহজ ও উন্নত করবে।
ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেটটির স্লিক, পাতলা নিম্বাস গ্রে অল-মেটাল ইউনিবডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ ও কার্যকর। স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্ল্যাটফর্ম চালিত এই ট্যাবলেটটিতে রয়েছে ১২.১ ইঞ্চি থ্রিকে ডিসপ্লে ও ছয়টি স্টেরিও স্পিকার; যা একটি চমৎকার সামগ্রিক অভিজ্ঞতা দেবে।
প্রোডাকটিভিটি ও ক্রিয়েটিভিটি বাড়াতে এতে রয়েছে ওপেন ক্যানভাস, যার মধ্যে রয়েছে স্পি­øট স্ক্রিন মাল্টিটাস্কিং সেটআপ। এ ছাড়াও এআই টুলবক্সে রয়েছে মাল্টিটাস্কিংয়ের জন্য এআই স্পিক, নোট লেখার জন্য রেকর্ডিং সামারি এবং কনটেন্ট তৈরির জন্য এআই রাইটার ফিচার। ৯৫১০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা নিশ্চিত করে। প্যাডটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
টেকসই ও মার্জিত ডিজাইনের স্মার্টওয়াচ ওয়ানপ্লাস ওয়াচ ২ ব্ল্যাক স্টিল রঙে বাজারে পাওয়া যাচ্ছে । এর মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেন ১ চালিত এই ডিভাইসটি স্মার্ট ও উন্নত পারফরম্যান্সের সাথে ৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাহায্যে ১০০ ঘণ্টা ব্যাটারি লাইফ দেবে। ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ২ জিবি র্যা মের একটি কার্যকরী পারফরম্যান্সের নিশ্চয়তা পাওয়া যায় ডিভাইসটিতে।
অডিও অভিজ্ঞতাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে দ্রুতই বাজারে আসছে ওয়ানপ্লাস বাডস প্রো ৩। মিডনাইট ওপাস ও লুনার রেডিয়েন্স রঙে বাজারে পাওয়া যাবে ইয়ারবাডটি।


আরো সংবাদ



premium cement
উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট বিচার বিভাগ পৃথকীকরণ ও পৃথক সচিবালয় গঠনে অগ্রগতি নেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা হবে জনস হপকিন্সে স্বৈরশাসক সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্ত, নিহত ৩৮ মানবিক দেশ গড়ায় চিকিৎসকদের সামনে থেকে পথ দেখাতে হবে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা : নিহত ৪৬

সকল