৫৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জার্মানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার তথ্যমতে, বর্তমানে বিশ্ব জনসংখ্যার ৬৮ শতাংশ (প্রায় ৫৫০ কোটি) অনলাইনে যুক্ত। গত ২০ বছরে বিশ্বে জনসংখ্যার তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক দ্রুত হারে বেড়েছে। প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারী ৯ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে, যেখানে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ১৫ শতাংশ।
দ্রুত ডিজিটাল অ্যাকসেস বৃদ্ধি সত্ত্বেও প্রায় ২৬০ কোটি মানুষ (বিশ্বের ৩২ শতাংশ) এখনো ইন্টারনেট ব্যবহারের বাইরে রয়েছে। ইন্টারনেটের আওতার বাইরে থাকা মানুষের সংখ্যা আফ্রিকা অঞ্চলে বেশি। চলতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকা তুলে ধরেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। ব্যবহারকারীর সংখ্যাসহ দেশগুলো হলো চীন (১১০ কোটি), ভারত (৮৮ কোটি ১৩ লাখ), যুক্তরাষ্ট্র (৩১ কোটি ১৩ লাখ), ইন্দোনেশিয়া (২১ কোটি ৫৬ লাখ), পাকিস্তান (১৭ কোটি), ব্রাজিল (১৬ কোটি ৫৩ লাখ), নাইজেরিয়া (১৩ কোটি ৬২ লাখ), রাশিয়া (১২ কোটি ৯৮ লাখ), বাংলাদেশ (১২ কোটি ৬২ লাখ), জাপান (১১ কোটি ৭৪ লাখ)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা