২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্ক্যামের হুমকিতে জিমেইল, সতর্ক থাকার আহ্বান গুগলের

স্ক্যামের হুমকিতে জিমেইল, সতর্ক থাকার আহ্বান গুগলের -

নতুন বছর ও বড়দিন উপলক্ষে ই-মেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে প্রতারণামূলক স্ক্যাম ই-মেইলের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছে গুগল। বিশ্বজুড়ে ২৫০ কোটি ব্যবহারকারীর বিশাল নেটওয়ার্ক নিয়ে জিমেইল পরিচালনা করা গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদিও প্রতিষ্ঠানটি দাবি করেছে যে, তারা জিমেইলে ৯৯.৯ শতাংশ স্প্যাম, ফিশিং এবং ম্যালওয়্যার প্রতিরোধে সক্ষম, তবে প্রতারকরা নতুন নতুন কৌশল ব্যবহার করে ইনবক্সে প্রবেশের পথ তৈরি করছে।
গুগল জানিয়েছে, সম্প্রতি ই-মেইল আদান-প্রদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সঙ্গে প্রতারকরা নানাবিধ কৌশল অবলম্বন করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে সক্রিয় হয়েছে। গুগল সতর্ক করেছে যে, বিশেষত উৎসবের মৌসুমের এই সময়ে ফিশিং আক্রমণের দ্বিতীয় দফা শুরু হতে পারে। গুগল জানিয়েছে, এই সময়ে কয়েকটি সাধারণ স্ক্যামের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো :
প্রতারকেরা ভুয়া ইনভয়েস পাঠিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে। ফোনে যোগাযোগের মাধ্যমে তারা কৌশলে টাকা আদায় করে।
সেলিব্রিটি স্ক্যামে প্রতারকেরা জনপ্রিয় ব্যক্তিদের পরিচয়ে মিথ্যা দাবি করে। তারা জানায় যে, একটি পণ্য বা সেবার প্রচারণা করা হচ্ছে। ব্যবহারকারীদের সেই পণ্য কিনতে বা বিনিয়োগ করতে প্রলুব্ধ করা হয়।
ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিচালিত এক্সটরশন স্ক্যামে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা ঠিকানা উল্লেখ করে হুমকি দেওয়া হয়। নির্দিষ্ট অর্থ প্রদান না করলে ক্ষতির ভয় দেখানো হয়।
গুগল ২০২৩ সালে একটি উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল, যা ফিশিং আক্রমণের পরিমাণ ৩৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয়। চলতি বছর প্রতিষ্ঠানটি আরো আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করেছে। গুগলের নতুন বড় ভাষার মডেল (এলএলএম) ফিশিং, ম্যালওয়্যার এবং স্প্যাম আক্রমণের বিরুদ্ধে উন্নত দক্ষতাসম্পন্ন। এই মডেল ২০ শতাংশ বেশি স্প্যাম শনাক্ত করতে পারে। এআই প্রতিদিন ব্যবহারকারীদের রিপোর্ট করা স্প্যাম বিশ্লেষণ করছে।


আরো সংবাদ



premium cement
তিতুমীরের গেটে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গাজার খ্রিস্টান সম্প্রদায় ‘মৃত্যু ও ধ্বংস’র অবসানের জন্য প্রার্থনা করেছেন পশ্চিমতীরে ইসরাইলি সামরিক অভিযানে ৮ ফিলিস্তিনি নিহত ’ভারত সরকার একতরফাভাবে আ’লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে’ গাজায় বন্দী ইসরাইলিদের মেরে ফেলতে চান নেতানিয়াহু! কমিশন চেয়ারম্যানের পদত্যাগ দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চোরকে নাগালে পেয়েও না ধরার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে নারীর লাশ উদ্ধার

সকল