২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নতুন বছরে সাইবার হামলার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে : ক্যাসপারস্কি

নতুন বছরে সাইবার হামলার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে : ক্যাসপারস্কি -

২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান হয়ে উঠবে বলে জানিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। একই সাথে নতুন বছরে ফিশিং আক্রমণের পাশাপাশি বিভিন্ন সেবা ব্যবহারের প্রলোভনে ভুয়া নিবন্ধনের প্রচারণা, নকল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য চুরি ও ম্যালওয়্যার হামলার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন বছরে জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) ও ক্যালিফোর্নিয়া প্রাইভেসি রাইটস অ্যাক্টের (সিপিআরএ) সহায়তায় গোপনীয়তা সুরক্ষার নীতি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ব্যবহারকারীরা ডেটা মনিটাইজেশন ও তথ্য আদান-প্রদান নির্বিঘেœ করতে পারবেন। একই সাথে ডিসেন্ট্রালাইজড ডেটা স্টোরেজ ব্যবস্থায় তথ্যের ওপর নিয়ন্ত্রণও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ক্যাসপারস্কির গোপনীয়তা বিষয়ে বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, ২০২৫ সাল সাইবার নিরাপত্তা খাতের বিভিন্ন উদ্ভাবন ও নতুন নিয়মকানুন ব্যবহারকারীদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, গোপনীয়তা সুরক্ষা ও তথ্যের মালিকানা কাঠামোর উন্নত প্রযুক্তি প্রযুক্তি-বিশ্বকে পুনর্গঠন করবে। এই অগ্রগতি সাইবার জগৎকে আরো সুরক্ষিত করবে, তবে এটি নিশ্চিত করতে ব্যবহারকারীদের সতর্ক নজরদারি প্রয়োজন।


আরো সংবাদ



premium cement