২০২৪ সালের সেরা ভিডিও গেম ‘অ্যাস্ট্রো বট’
- কম্পিউটার ডেস্ক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চলতি বছরে সেরা ভিডিও গেমের অ্যাওয়ার্ড জিতেছে জনপ্রিয় গেম সিরিজ অ্যাস্ট্রো বট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বৃহস্পতিবার ‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত’ হয়। এ আয়োজনে বছরের সেরা ভিডিও গেমগুলোকে সম্মান জানানো হয়। সেই সঙ্গে স্বীকৃতি দেয়া হয় বিভিন্ন ধরনের গেম নির্মাতাদের কাজকে।
জাপান স্টুডিও ও অ্যাসোবি টিমের তৈরি প্লেস্টেশন গেম ‘অ্যাস্ট্রো বট’ দ্য গেম অ্যাওয়ার্ডসে ‘গেম অব দ্য ইয়ার’ বা বছরের সেরা গেমের পুরস্কার জিতেছে। ফাইনাল ‘ফ্যান্টাসি ৭ রিবার্থ’, ‘ব্ল্যাক মিথ : উকং’, ‘মেটাফর : রিফ্যানটাজিও’, ‘এলডেন রিং : শ্যাডো অব অ্যার্ডট্রি’ ও ‘বালাত্রো’র মতো বড় গেমগুলোকে পেছনে ফেলেছে ‘রঙিন ও মজার’ হিসেবে পরিচিত এই গেম। এ অনুষ্ঠানে অ্যাস্ট্রো বট আরো তিনটি পুরস্কার জিতেছে। এগুলো হলো সেরা ফ্যামিলি গেম, সেরা অ্যাকশন-অ্যাডভেঞ্চার ও সেরা গেম ডিরেকশন।
এটি একটি প্লাটফর্মার গেম, যেখানে খেলোয়াড়কে একটি অ্যাস্ট্রো নামে রোবট চরিত্রটিকে নিয়ন্ত্রণ করতে হয়। গেমটি চলতি বছর সেপ্টেম্বরে প্রকাশ পায়। খেলার পরিবেশ চমৎকার থ্রিডি গ্রাফিকস দিয়ে সাজানো। অ্যাস্ট্রো বটের দৃষ্টিনন্দন গ্রাফিকস, চমৎকার গেম প্লে ও সৃজনশীল লেভেল ডিজাইনের জন্য এটি বিশ্বজুড়ে সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।
চলতি বছর দ্য গেম অ্যাওয়ার্ডসে কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে একটি বড় বিতর্ক ছিল ‘এলডেন রিং : শ্যাডো অব দ্য অ্যার্ডট্রি’র গেম অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন। কারণ এটি একটি পূর্ণাঙ্গ নতুন গেম নয়, বরং একটি পুরোনো গেমের প্রসারণ বা বর্ধিত অংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা