বিশ্বব্যাপী সাইবার হামলা বাড়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষা-গবেষণা খাত
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী প্রতিটি প্রতিষ্ঠান সাপ্তাহিক গড়ে ১ হাজার ৮৭৬টি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে। এ সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ ও আগের প্রান্তিকের তুলনায় ১৫ শতাংশ বেশি। সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান চেক পয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রকাশিত প্রতিবেদন বলছে, এ সময় সাইবার হামলায় সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল শিক্ষা ও গবেষণা খাত। এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ৩ হাজার ৮২৮টি সাপ্তাহিক আক্রমণ রেকর্ড করা হয়েছে। এর পরেই ছিল সরকার/সামরিক ও স্বাস্থ্যসেবা খাত। এসব প্রতিষ্ঠান সপ্তাহে ২ হাজার ৫৫৩ ও ২ হাজার ৪৩৪টি আক্রমণের সম্মুখীন হয়েছে। গত প্রান্তিকে সবচেয়ে বেশি সাইবার হামলা বেড়েছে হার্ডওয়্যার শিল্পে, যা বার্ষিক হিসাবে ১৯১ শতাংশ।
কোনো অঞ্চলই সাইবার হুমকির বাড়তি প্রবণতা থেকে মুক্ত নয়। তৃতীয় প্রান্তিকে আফ্রিকা ছিল সাইবার হুমকির সবচেয়ে বড় শিকার। এ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোয় প্রতি সপ্তাহে গড়ে ৩ হাজার ৩৭০টি আক্রমণ হয়েছে, যা গত বছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। এরপর আছে এশিয়া-প্যাসিফিক, প্রতি সপ্তাহে গড়ে ২ হাজার ৮৬৩টি আক্রমণ হয়েছে। ইউরোপ ও লাতিন আমেরিকায়ও আক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন খাতেও দ্রুত বাড়ছে সাইবার হামলা। যেখানে গত বছরের তুলনায় সাইবার হামলা বেড়েছে ৫৬ শতাংশ। এ অঞ্চলে প্রতি সপ্তাহে প্রতিটি সংগঠনে গড়ে ১ হাজার ৩০০টি আক্রমণ ঘটছে, যা আগের প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি। এ সময় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় শিক্ষা ও গবেষণা খাত, গড়ে ২ হাজার ২৩৯টি। এ সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা