০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

আইওএসে যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েডের ফিচার

আইওএসে যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েডের ফিচার -

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে। আবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে। তাই মাঝে মধ্যেই একে অপরের তৈরি বিভিন্ন সুবিধার আদলে নিজেদের অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করে গুগল ও অ্যাপল। এরই ধারাবাহিকতায় এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আদলে ডিফল্ট অ্যাপ পরিবর্তনের সুবিধা আইওএস অপারেটিং সিস্টেমে যুক্ত করতে যাচ্ছে অ্যাপল।
আইওএস ১৮.২ সংস্করণে ডিফল্ট অ্যাপ পরিবর্তনের সুবিধা যুক্ত করা হবে। ফলে আইফোন ব্যবহারকারীরা প্রথমবারের মতো ডিফল্ট অ্যাপ পরিবর্তন করতে পারবেন। ডিসেম্বরে উন্মুক্ত হতে যাওয়া এই সংস্করণে অ্যাপলের তৈরি অ্যাপের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপ ও ব্রাউজারও ডিফল্ট হিসেবে ব্যবহার করা যাবে।
হালনাগাদ সংস্করণে ব্যবহারকারীরা আইফোনের সেটিংস থেকে সহজেই নিজেদের পছন্দমতো অ্যাপ নির্বাচন করতে পারবেন। যেমন- মেইল অ্যাপ ডিফল্ট হিসেবে জিমেইল ও ডিফল্ট ব্রাউজার হিসেবে সাফারির পরিবর্তে ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে। ডিফল্ট অ্যাপ পরিবর্তন ছাড়াও কি-বোর্ড কাস্টমাইজেশন, পাসওয়ার্ড ও কোড ব্যবস্থাপনা এবং কল ফিল্টারিং সুবিধা যুক্ত হতে পারে সংস্করণটিতে।
মূলত একচেটিয়া আধিপত্য কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের কারণেই অ্যাপল নিজের ইকোসিস্টেমে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়ে আইফোন ১৫ সিরিজে ইউএসবি-সি চার্জিং পোর্ট যুক্ত করেছে অ্যাপল।


আরো সংবাদ



premium cement
তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে

সকল