২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্মার্টফোনের বাজারে অনারের নতুন স্মার্টফোন

-

অনারের নতুন স্মার্টফোন এক্স৭সি দেশের বাজারে মিলছে। মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই ফোনটি সুইস এসজিএস প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফায়েড এই স্মার্টফোনটি ৫-তারকা ড্রপ রেজিসট্যান্স রেটিং ও আইপি৬৪ রেটিংসহ ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের ক্ষেত্রে অসাধারণ স্থায়িত্ব দেখিয়েছে। একই সাথে, এর ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও ৩৫ ওয়াটের অনার সুপারচার্জ টেকনোলজির সহায়তায় ব্যবহারকারীরা ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকা সত্ত্বেও টানা ৫৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন। এতে র্যা ম বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। ফলে, ব্যবহারকারীরা এখন ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের (রম) পাশাপাশি, ১৬ জিবি (৮ জিবি + ভার্চুয়াল ৮ জিবি) র্যা ম টার্বো টেকনোলজি উপভোগ করার সুযোগ পাবেন। স্ন্যাপড্রাগন ৬৮৫ সমৃদ্ধ এই ডিভাইসটিতে আলট্রা-ক্লিয়ার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর নিখুঁত ও ঝকঝকে ছবি বা ভিডিও উপভোগ করতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে। ক্ষতি থেকে চোখ বাঁচাতে এর স্ক্রিনে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন ব্যবহার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement