২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন মেট এক্স৬

হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোন মেট এক্স৬ -

ফোল্ডেবল লাইনআপে নতুন স্মার্টফোন বাজারে আনছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। আগামী মঙ্গলবার উন্মুক্ত করা হবে মেট এক্স৬। হুয়াওয়ের অফিশিয়াল ই-কমার্স সাইট ভিমলে মেট এক্স৬-এর জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের আগ্রহ প্রকাশ পায় এবং প্রি-অর্ডার বা বিক্রি শুরু হলে তারা অগ্রাধিকার পান। মেট এক্স৩ ও মেট এক্স৫-এর মতো চারটি লেন্সযুক্ত একই বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে নতুন এ মডেলে। তবে টেলিফটো ক্যামেরার জন্য পেরিস্কোপ লেন্স আপডেট করা হয়েছে। সামগ্রিক ডিজাইনে আগের মডেল দু’টির সাথে মিল থাকলেও ক্যামেরায় থাকছে কিছুটা পার্থক্য।
ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফ্ল্যাট পাওয়ার বাটন রয়েছে। এর অর্থ, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না। মেট এক্স৬ দু’টি ডিজাইনের হতে পারে। যার একটি রেড লেদার ফিনিশ মেট এক্স৩ আলটিমেট সংস্করণ থেকে অনুপ্রাণিত। অন্যটি নেবুলা অ্যাশ গ্রে ভ্যারিয়েন্টটি মসৃণ গ্লাস ব্যাক স্পোর্ট ঘরানার। হুয়াওয়ের ভিমল সাইটে আরো তিনটি রঙের উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো কালো, সাদা ও নীল। ফলে গ্রাহকরা একাধিক অপশন থেকে তাদের পছন্দের ফোন বেছে নিতে পারবেন। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে মেট এক্স৬-১২ জিবি (গিগাবাইট) র্যা মের সাথে ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যা মের সাথে ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যা মের সাথে ১ টিবি (টেরাবাইট) স্টোরেজ। আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত ফোনটির জন্য রেজিস্ট্রেশন করা যাবে। আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হবে এর কয়েক ঘণ্টা পর থেকে। বিস্তারিত তথ্য ভিমল সাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, একই দিনে হুয়াওয়ে মেট ৭০ সিরিজও উন্মোচন করা হবে।


আরো সংবাদ



premium cement